লকডাউনের মধ্যেও বামন গরু ‘রানি’কে দেখতে মানুষের ভিড়
দেশজুড়ে ভয়াবহ আকার ধারণ করেছে সংক্রমণ পরিস্থিতি। জনসাধারণকে ঘরে রাখতে চলছে কঠোর লকডাউন। কিন্তু, তাতেও বন্ধ হয়নি মানুষের কৌতূহল। এই পরিস্থিতির মধ্যেও ঢাকার আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের চারিগ্রামের শিকড় অ্যাগ্রো লিমিটেড খামারে রিক্সা করে আসছেন অনেকেই।
প্রাণের ঝুঁকি নিয়ে মানুষের এই কৌতূহলের কেন্দ্রে বামন গরু 'রানি'। মালিকের দাবি এটাই বিশ্বের সবচেয়ে ছোট গরু, উচ্চতা মাত্র ২০ ইঞ্চি।
রানির আকৃতি নিয়ে এর আগে জাতীয় দৈনিক ও ইলেক্ট্রনিক গণমাধ্যমে খবর প্রচারিত হয়েছে, আর সে কারণে গরুটিকে দেখার আগ্রহ বেড়েছে মানুষের।
ইতোমধ্যেই রানিকে বিশ্বের সবচেয়ে ছোট গরু হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে আবেদন করা হয়েছে। গিনেস রেকর্ডসে সবচেয়ে ছোট গরুর শিরোপা বর্তমানে ভারতের কেরালা রাজ্যের মানিক্যম নামের একটি বামন গরুর, এর উচ্চতা ২৪ ইঞ্চি ও ওজন ৪০ কেজি।
তবে খামার কর্তৃপক্ষের দাবি, ২৬ মাস বয়সেও রানির ওজন মাত্র ২৬ কেজি ও উচ্চতাতেও মানিক্যমের চাইতে ১০ সেন্টিমিটার কম।
বার্তা সংস্থা এএফপি'কে শিকড় অ্যাগ্রো ফার্মের ব্যবস্থাপক এম. এ. হাসান হাওলাদার বলেন, "করোনাভাইরাস লকডাউনের মধ্যেও রানিকে দেখতে অনেক দূর-দূরান্ত থেকে মানুষ আসে। বেশিরভাগ মানুষই রানির সাথে সেলফি তুলতে চান।"
আগামী তিন মাসের মধ্যেই সবচেয়ে ছোট আকৃতির গরুর খেতাব রানি পাবে কিনা- সেবিষয়ে গিনেস কর্তৃপক্ষ সিদ্ধান্ত ঘোষণা করবে বলেও জানান তিনি।
হাসান আরও বলেন, "শুধুমাত্র গত তিন দিনে কমপক্ষে ১৫,০০০ মানুষ রানিকে দেখতে এসেছে। সত্যি বলতে মানুষের ভিড় সামলাতে সামলাতে আমরা ক্লান্ত হয়ে পড়েছি।"
"লোকজনের এত আগ্রহ হবে- তা আমরা আশা করিনি। দেশে চলমান করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে কারোরই এভাবে স্রেফ কৌতুহল মেটাতে ঘর থেকে বের হওয়া উচিত নয়," যোগ করেন তিনি।
এব্যাপারে আঞ্চলিক প্রধান পশু চিকিৎসক সাজেদুল ইসলাম বলেন, জেনেটিক ইনব্রিডিংয়ের মাধ্যমে গরুটির জন্ম, এর আকৃতি আর বাড়ার সম্ভাবনা নেই। শিকড় অ্যাগ্রো ফার্মকে আগ্রহী মানুষের ভিড় বন্ধ করতে তিনি নির্দেশ দিয়েছেন বলেও জানান।
"আমি তাদের বলেছি, খামারে এত মানুষের আসতে দেওয়া ঠিক নয়। অনেকেই রোগের জীবাণু বহন করছেন এতে করে রানির স্বাস্থ্যও ঝুঁকির মধ্যে পড়ছে।"
রানি বক্সার ভুট্টি জাতের গরু। এই জাতের সব গরুর আকৃতিই বেশ ছোট। তবে খামারে ১১টি ভুট্টি গরু থাকলেও তাদের সকলের আকৃতি রানির চাইতে অন্তত দ্বিগুণ।
- সূত্র: ডেইলি মেইল