বিশ্ব ইজতেমা উপলক্ষে সুবর্ণ এক্সপ্রেসের ১২ জানুয়ারির যাত্রা বাতিল
বিশ্ব ইজতেমা উপলক্ষে চট্টগ্রাম - ঢাকা- চট্টগ্রাম রুটে আগামী ১২ জানুয়ারি সুবর্ণ এক্সপ্রেসের যাত্রা বাতিল করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। ট্রেনটি সকাল সাতটায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ঢাকা কমলাপুর স্টেশনের উদ্দেশে ছেড়ে যাবে এবং পরিবর্তিত শিডিউল অনুযায়ী বিকাল ৪.৩০ টায় ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করবে । তবে সুবর্ণ এক্সপ্রেসের সাপ্তাহিক বন্ধের দিন ১৩ জানুয়ারি সোমবার চলাচল করবে।
রেলওয়ে পুর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা আনসার আলী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, সুবর্ণ এক্সপ্রেস বিরতিহীন সার্ভিস প্রদান করে। বিশ্ব ইজতেমার ফলে ট্রেনে যাত্রীদের চাপ বেশি থাকবে। সেজন্য ১২ জানুয়ারি এই ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। তবে ওইদিন অন্যান্য ট্রেনগুলো শিডিউল অনুযায়ী চলবে।