পারস্পরিক সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি, ট্রাম্পকে মোদির ফোন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার পরিবারকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারত সরকারের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) ট্রাম্পকে ফোনে মোদি জানান, ভারত ও যুক্তরাষ্ট্রের বন্ধন ক্রমে জোরালো হয়েছে।
ভারত সরকারের বিবৃতিতে জানানো হয়, মোদি ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যেকার কৌশলগত সম্পর্কের ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, ভারত-যুক্তরাষ্ট্রের সম্পর্ক বিশ্বাস, পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার ভিত্তিতে গড়ে উঠেছে। কৌশলগত সম্পর্ক গভীর করার ক্ষেত্রে গত বছর যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, তাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। দু’দেশের পারস্পরিক বিষয়ে সহযোগিতা বৃদ্ধির জন্য আগামী দিনেও ট্রাম্পের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ট্রাম্পও নতুন বছরে ভারতের জনগণের উন্নতি কামনা করেন।
এর আগে ২০১৯ সালের সেপ্টেম্বরে হিউস্টনে হাউডি মোদী অনুষ্ঠানে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী ট্রাম্পের প্রশংসা করেছিলেন। মোদী বলেছিলেন ‘অবকি বার ট্রাম্প সরকার’। পাল্টা মোদীর প্রশংসা করেছিলেন ট্রাম্প।
গত ৩ জানুয়ারি মার্কিন ড্রোন হামলায় মৃত্যু হয়েছে ইরানের কুদশ ফোর্সের মেজর জেনারেল কাসেম সোলেইমানির। তার মৃত্যুতে আমেরিকার বিরুদ্ধে সব রকমের পদক্ষেপ নেওয়ার হুঙ্কার দিয়েছে ইরান৷ এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ফোনে কথা হল ভারতের প্রধানমন্ত্রী মোদির।