সোলেইমানির দাফনে পদদলিত হয়ে প্রাণ গেল ৫০ জনের
যুক্তরাষ্ট্রের ছোঁড়া ড্রোন হামলায় নিহত ইরানের প্রভাবশালী জেনারেল কাসেম সোলেইমানির দাফন অনুষ্ঠানে এসে ভিড়ের মধ্যে পদদলিত হয়ে ৫০ জনের মৃত্যু হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
পদদলিতের ঘটনায় আরও ৪৮ ব্যক্তি আহত হয়েছেন বলে প্রতিবেদনে জানানো হয়।
টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা যায়, সোলেইমানির জন্মস্থান কেরমান শহরের সড়কে পড়ে আছে প্রাণহীন কিছু মানুষের দেহ। কেউ কেউ চিৎকার করছেন এবং তাদের সাহায্যের চেষ্টা করছেন।
ইরানের জরুরি মেডিকেল সার্ভিসের প্রধান পীর হোসেন কোউলিভান্দ দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের কাছে পদদলনের ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “দাফন অনুষ্ঠানে দুর্ভাগ্যবশত পদদলিত হয়ে আমাদের কয়েকজন নাগরিক নিহত হয়েছেন এবং কয়েকজন আহত হয়েছেন।”
মঙ্গলবার ইরানের জেনারেল কাসেম সোলেইমানিকে তার নিজের শহর কেরমানে দাফনের জন্য আনা হয়। তার জানাজায় যোগ দিতে রাস্তায় লাখো মানুষের ঢল নামে। তবে লাখো মানুষের ভিড়ের কারণে এখন পর্যন্ত (বাংলাদেশ সময় বিকেল পাঁচটা) সোলেইমানির দাফন সম্ভব হয়নি বলে জানিয়েছে ইরানের প্রেস টিভি।