পিপল’স লিজিংয়ের জন্য ১০ সদস্যের বোর্ড গঠন হাইকোর্টের
সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার কামাল-উল আলমকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দিয়ে পিপল'স লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড (পিএলএফএসএল) পুনর্গঠন করে ১০ সদস্যের বোর্ড ঘোষণা করেছেন হাইকোর্ট।
গত ২৮ জুন হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ পিএলএফএসএল'কে পুনর্গঠনের আদেশ দিলেও সোমবার রাতে পূর্ণাঙ্গ লিখিত আদেশটি প্রকাশ করেছেন আদালত। যেখানে এই বোর্ড গঠন করে চেয়ারম্যান ও সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে।
বোর্ডের সদস্যরা হলেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব আনোয়ারুল ইসলাম শিকদার, অবসরপ্রাপ্ত সিনিয়র ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস জজ হাসান শহীদ ফেরদৌস, পূবালী ব্যাংক লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আবদুল হালিম চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) কাজী তৌফিকুল ইসলাম, নূর-এ-খোদা আবদুল মবিন এফসিএ, মওলা মোহাম্মদ এফসিএ, সঞ্চয়কারীদের প্রতিনিধি ড. নাশিদ কামাল, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান ড. নুরুল কবির এবং এমডি হিসেবে থাকবেন আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক এমডি মোহাম্মদ জালাল উদ্দিন।
আদালত বলেছেন, 'পিএলএফএসএল অবসায়নের জন্য নিয়োগ পাওয়া বাংলাদেশ ব্যাংকের ডিজিএম আসাদুজ্জামানকে এখান থেকে সরিয়ে নেওয়া হলো।'
আদালত চেয়ারম্যানের জন্য প্রতি বোর্ড মিটিংয়ে ৫০ হাজার টাকা ও সদস্যদের জন্য ২৫ হাজার টাকা করে সম্মানী নির্ধারণ করেছেন। এছাড়াও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জালাল উদ্দিনের সম্মানী বোর্ড মিটিংয়ে নির্ধারণের আদেশ দিয়েছেন আদালত।