হেঁচকির সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ব্রাজিলের প্রেসিডেন্ট
টানা হেঁচকির সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো।বুধবার প্রেসিডেন্টের দপ্তর থেকে এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করা হয়।
বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট ব্রাসিলিয়ার সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তিনি আগের চাইতে সুস্থ বোধ করছেন। বাড়িতেই হোক কিংবা হাসপাতালে, তাকে ২৪ থেকে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হবে।
সম্প্রতি বলসোনারোকে কিছু অনুষ্ঠানে বক্তব্য দেবার সময় সমস্যায় পড়তে দেখা যায়। পরে তিনি জানান, টানা হেঁচকির সমস্যায় ভুগছেন তিনি।
গত ৭ই জুলাই ব্রাজিলের এক রেডিও ইন্টারভিউতে তিনি বলেন, "যারা আমাকে শুনছেন তাদের প্রত্যেকের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কেননা, গত ৫দিন যাবত আমার লাগাতার হেঁচকি উঠছে"।
তিনি বলেন, "দিনের ২৪ ঘন্টাই আমি হেঁচকি দেই"।
দাঁতের সার্জারির জন্য নির্ধারণ করে দেয়া কিছু ওষুধের পার্শ্ব-প্রতিক্রিয়ায় হেঁচকির সমস্যা হতে পারে বলে তিনি ধারণা করেন।
পরের দিন, তার সাপ্তাহিক ফেসবুক লাইভ চলাকালীন বলসোনারো আবারও নিজেকে ভালভাবে শ্রোতাদের কাছে প্রকাশ করতে না পারায় ক্ষমা প্রার্থনা করেন।
২০১৮ সালে নির্বাচনী প্রচারাভিযানে ট্রেনে গুরুতর হামলার শিকার হন এই প্রেসিডেন্ট। তার পেটে ছুরিকাঘাত করা হয় যার ফলে প্রচুর রক্তপাত হয় এবং তাকে পরবর্তীতে বেশ কয়েকটি সার্জারির মধ্য দিয়ে যেতে হয়।
কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে প্রশাসনিক ব্যর্থতা এবং টিকাকে কেন্দ্র করে দুর্নীতির অভিযোগে বর্তমানে তীব্র সমালোচনা ও চাপের মধ্য দিয়ে যাচ্ছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো। সাম্প্রতিক কিছু জরিপে দেখা গেছে, আগামী বছরের নির্বাচনে তার পরাজিত হবার সম্ভাবনাই বেশি।
তবে সর্বশেষ গত মঙ্গলবার, ব্রাসিলিয়ায় প্রেসিডেন্টের সাথে ২০ মিনিট ব্যাপী আলাপে তার সমর্থকেরা বারবার তাকে তার স্বাস্থ্যের প্রতি যত্নবান হবার আহবান জানান।
- সূত্র- এসোসিয়েটেড প্রেস (এপি)