ব্রাজিলের সেনাপ্রধানকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট লুলা
ব্রাজিলের রাজধানীতে বেশ কয়েকটি সরকারি ভবনে জাইর বলসোনারোর সমর্থকদের হামলার সপ্তাহ দুয়েক পর, দেশটির সেনাপ্রধানকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।
জেনারেল জুলিও সিজার ডি আরুদার স্থলাভিষিক্ত হয়েছেন ব্রাজিলের দক্ষিণ-পূর্ব সামরিক কমান্ডের (সাউথ-ইস্ট মিলিটারি কমান্ড) প্রধান জেনারেল টমাস মিগুয়েল রিবেইরো পাইভা। খবর আল জাজিরার।
তবে প্রেসিডেন্ট লুলা এ বিষয়ে তাৎক্ষণিক কোনো বিবৃতি প্রকাশ না করলেও ব্রাজিলের সশস্ত্র বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে, জেনারেল জুলিও সিজার ডি আরুদাকে সেনাবাহিনী প্রধানের পদ থেকে অপসারণ করা হয়েছে। বার্তাসংস্থা এএফপি এবং রয়টার্সও সামরিক সূত্রের বরাত দিয়ে একই খবর প্রকাশ করেছে।
গত ৮ জানুয়ারি বলসোনারোর সমর্থকদের রাজধানী ব্রাসিলিয়াতে ন্যাশনাল কংগ্রেস, প্রেসিডেন্ট ভবন এবং সুপ্রিম কোর্টে হামলা চালানোর প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দাঙ্গাকারীরা প্রেসিডেন্ট নির্বাচনে লুলার কাছে সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর পরাজয়কে মেনে নিতে পারেনি। তারা নির্বাচনের ফলাফল বাতিলের জন্য দেশটির সামরিক বাহিনীর হস্তক্ষেপের আহ্বান জানিয়েছিল।
দাঙ্গার পরপরই লুলা বলেছিলেন, এই ঘটনায় সশস্ত্র বাহিনীর লোকেরা জড়িত থাকতে পারে বলে তিনি সন্দেহ করছেন।
সম্প্রতি বামপন্থী লুলা জানিয়েছেন, ব্রাজিলের নিরাপত্তা বাহিনীতে থাকা কট্টর বলসোনারোর অনুগতদের অপসারণ করবে তার সরকার। দাঙ্গার প্রেক্ষাপটে ইতোমধ্যেই নিরাপত্তা বাহিনী থেকে কয়েক ডজন সৈন্যকে সরিয়েছেন তিনি।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দাঙ্গার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত দুই হাজারেরও বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে।