বর্ণবাদী আইনে রুখে গিয়েছিল স্বপ্ন, ৭০ বছর পর পরলেন পছন্দের বিয়ের গাউন
বিয়েতে ঐতিহ্যবাহী সাদা গাউন পরার স্বপ্ন ছিলো মার্থা টাকারের। কিন্তু, কৃষ্ণাঙ্গ ছিলেন বলে আজ থেকে ৫০ বছর আগে সেই স্বপ্ন পূরণের কোনো অবকাশ ছিলো না।
অবশেষে ৯৪ বছর বয়সে এসে পূরণ হলো মার্থার সেই স্বপ্ন। বিয়ের ৭০ বছর পর সুযোগ পেলেন পছন্দের গাউন পরার।
মার্থার এই স্বপ্ন বর্ণবাদের অন্ধকার দিকটিই তুলে ধরে। ১৯৫২ সালে মার্থা যখন বিয়ের পিঁড়িতে বসেন তখন শ্বেতাঙ্গদের পোশাকের দোকানে প্রবেশের মতো কোনো পরিস্থিতিই ছিলো না।
"আমি জানতাম দোকানে যেতে পারব না। তাই বিয়ের পোশাক কেনার প্রশ্নই উঠে না," স্মৃতিচারণ করে বলেন এই নারী।
শহরে কৃষ্ণাঙ্গদের জন্য কোনো ব্রাইডাল দোকান ছিলো না। অন্যদিকে, শ্বেতাঙ্গ মালিকানাধীন দোকানগুলোতে কৃষ্ণাঙ্গদের প্রবেশের অনুমতি ছিলো না।
"কিছু কিনতে হলে আপনাকে বেজমেন্টে যেতে হতো। কেবলমাত্র ব্যবহৃত পোশাকই কেনা যেত," বলেন মার্থা।
বর্ণবাদী জিম ক্রো আইনের কারণে বার্মিংহামে শ্বেতাঙ্গদের সাথে কৃষ্ণাঙ্গদের খাওয়া-দাওয়া কিংবা একই যানবাহনে চড়ার অনুমতি ছিলো না।
মার্থা ও তার স্বামী বেশ সাধারণভাবেই বিয়ে করেছিলেন।
মার্থা বলেন, "আমার সবসময়ই বিষয়টি নিয়ে খারাপ লাগত। কেননা, ইচ্ছানুযায়ী আমার পোশাকটি পরার সুযোগ থাকা উচিত ছিলো।"
সূত্র: ওয়াশিংটন পোস্ট