রাজের গ্রেপ্তারের ঠিক আগে মাথা ঠান্ডা রাখার পরামর্শ দিয়ে ইনস্টাগ্রামে শিল্পার পোস্ট
স্বামী রাজ কুন্দ্রা গ্রেপ্তার হওয়ার ঠিক আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির করা একটি পোস্ট আলোচনায় উঠে এসেছে। সেই পোস্টে শিল্পা লেখেন, 'মাথা ঠান্ডা রাখার শক্তি অর্জন করুন।'
গত সোমবার পর্নো ছবি বানানোর অভিযোগে গ্রেপ্তার করা হয় ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে। তাকে গ্রেপ্তারের কিছুক্ষণ আগেই ইনস্টাগ্রামে এই পোস্ট করেছিলেন শিল্পা।
ইনস্টাগ্রামে একটি বিশেষ যোগাভ্যাসের ভিডিও পোস্ট করে শিল্পা লেখেন, 'আমাদের চারপাশে যা ঘটছে, তা বদলে দেওয়ার শক্তি আমাদের সবসময় থাকবে না। কিন্তু আমাদের নিজেদের ভিতরের অবস্থাকে নিয়ন্ত্রণ করতে পারি আমরাই। আর তা সম্ভব একমাত্র যোগের মাধ্যমে। মাথা ঠান্ডা রাখার শক্তি অর্জন করুন। অপ্রয়োজনীয় চিন্তা দূর করুন। ছড়িয়ে-ছিটিয়ে থাকা ভাবনাগুলোকে এক জায়গায় আনুন। যোগের দ্বারা আপনার মনঃসংযোগ বৃদ্ধি করুন।'
শিল্পার এই পোস্টের কয়েক ঘণ্টার পরেই গ্রেপ্তার হয় রাজ।
পর্নো ছবি তৈরি চক্রের 'মূল হোতা' হিসেবে রাজকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। পুলিশের দাবি, পর্নো ছবি চক্রের ক্ষেত্রে রাজের ধরা পড়া হিমশৈলের চূঁড়া মাত্র। আরও অনেকে এই চক্রের সঙ্গে যুক্ত। গত ফেব্রুয়ারি মাসে পর্নো সিনেমা বানানো ও ছড়িয়ে দেওয়ার বিষয়ে একটি অভিযোগ দায়ের হয়েছিল। ১৯ জুলাই সেই মামলার মূল ষড়যন্ত্রকারী হিসেবে রাজকে গ্রেপ্তার করা হয়।
এদিকে স্বামীর গ্রেপ্তারের ঘটনার পর থেকেই কার্যত 'গায়েব' শিল্পা শেঠি। সূত্রের খবর, আপাতত সন্তানদের নিয়ে বোন শমিতা শেঠির সঙ্গে থাকছেন তিনি। মঙ্গলবার ড্যান্স রিয়্যালিটি শো 'সুপার ড্যান্সার ৪'-এর শুটেও আসেননি; এই শোয়ের অন্যতম বিচারক শিল্পা। ব্যক্তিগত কারণে তিনি হাজির থাকতে পারবেন না বলে জানান কর্তৃপক্ষকে; তবে বিস্তারিত কিছু বলেননি।
- সূত্র- আনন্দবাজার পত্রিকা