স্বাস্থ্যবিধি ভেঙে ঈদের নামাজ আদায় করায় মালয়েশিয়ায় ৪৮ বাংলাদেশি আটক
মালয়েশিয়ার পেনাং রাজ্যে মসজিদের বাইরে করোনার স্বাস্থ্যবিধি ভেঙে ঈদের নামাজ আদায়ের অভিযোগে মঙ্গলবার ৪৮ বাংলাদেশি ও একজন স্থানীয় নাগরিককে আটক করেছে দেশটির পুলিশ।
পেনাং রাজ্যের পুলিশ প্রধান দাতুক মোহাম্মদ শুহাইল মোহাম্মদ জেইন জানিয়েছেন, সরকারের করোনা আইন ভেঙে শত শত লোক স্বাস্থ্যবিধি না মেনে ঈদের নামাজ আদায়ের দৃশ্যের একটি ভিডিও দ্রুতই ভাইরাল হয়ে যায়। পরে প্রশাসন অভিযান চালিয়ে প্রবাসী বাংলাদেশিদের আটক করে।
মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে পেনাং রাজ্যের জুরু তামান পেলাংগি মসজিদে ১০০ মানুষকে জামাতে নামাজ আদায়ের জন্য প্রবেশের অনুমতি দেয় কর্তৃপক্ষ। এ সময় মসজিদে প্রবেশ করতে পারেননি এমন দুই শতাধিক মানুষ মসজিদের বাইরে ঈদের নামাজ আদায় করেন। যাদের বেশিরভাগই বাংলাদেশি।