আর্থিক প্রতারণাসহ একাধিক অভিযোগে মামলা হতে পারে রাজ কুন্দ্রার বিরুদ্ধে
বৈদেশিক মুদ্রা নীতি লঙ্ঘনের অভিযোগ এবং আর্থিক তছরুপের অভিযোগে রাজ কুন্দ্রার বিরুদ্ধে মামলা ঠুকতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রাকে পর্নকাণ্ডে গত ১৯ জুলাই রাতে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। তদন্তে উঠে আসায় এই মামলায় ইতিমধ্যে পুলিশের জালে আরও ১০ জন ধরা পড়েছেন।
গত ২৩ জুলাই এসপ্ল্যানেড আদালতে পেশ করা হয়েছিল রাজ কুন্দ্রাকে। এরপর ২৭ জুলাই পর্যন্ত তার পুলিশ হেফাজতের মেয়াদ বৃদ্ধি করা হয়। রাজ কুন্দ্রার পাশাপাশি এই মামলায় গ্রেফতার রাজের সহযোগী রায়ান থর্পেরও পুলিশ কাস্টডির মেয়াদ বেড়ে হয়েছে ২৭শে জুলাই। এদিকে পর্নকাণ্ডে রাজ কুন্দ্রার গ্রেপ্তারি অবৈধ, এমন দাবি নিয়ে মুম্বাই হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন অভিযুক্তর আইনজীবীরা।
পর্নোগ্রাফি মামলায় যা যা রয়েছে-
১. সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, আর্থিক জালিয়াতির ক্ষেত্রে কেন্দ্রীয় সংস্থা রাজের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধিতে আর্থিক তছরুপ প্রতিরোধ আইনএবং ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট-এর ভিত্তিতে মামলা দায়ের করতে পারে। এএনআইয়ের রিপোর্ট বলছে, রাজের পাশাপাশি অন্যান্য অভিযুক্তদেরও একই আইনের আওতায় মামলা করা যেতে পারে, 'জুলাই ২৬-এর পর যে কোনও সময়'।
২. বৈদেশিক মুদ্রা নীতি লঙ্ঘনের সঙ্গে জড়িত এবং আর্থিক তছরুপের তদন্তের বিষয়টি নিয়ে মুম্বাই পুলিশ ইডিকে জানিয়ে দেবে। তবে মামলাটি আপাতত পর্ন ছবি তৈরি এবং কিছু অ্যাপের মাধ্যমে সেগুলো ছড়িয়ে দেওয়ার অভিযোগের সঙ্গে সম্পর্কিত।
৩. ইডি মামলা করার পর, তদন্ত শুরুর আগে মুম্বাই পুলিশ থেকে প্রথমে এফআইআর-এর কপি নেবে। রাজ কুন্দ্রাকে জিজ্ঞাসাবাজের আগে ইডি পিএমএলএ (PMLA) এবং ফিমার (FEMA) অধীনে অভিযুক্তর বিরুদ্ধে তলব করতে পারে।
৪. মুম্বাই পুলিশের অপরাধ দমনের শাখা স্থানীয় আদালতের কাছে দাবি করেছে, অবৈধ ব্যবসার মাধ্যমে অ্যাপ ব্যবহারকারীদের কাছ থেকে সাবস্ক্রিপশন ফি নিয়ে আর্থিক উপার্জন করতেন রাজ।
৫. মুম্বাই পুলিশ আদালতে আরও জানিয়েছে, তাদের সন্দেহ রয়েছে পর্নগ্রাফি থেকে উপার্জিত অর্থ অনলাইনে বেটিং-এর ক্ষেত্রে ব্যবহার হয়েছে।
৬. অ্যাপে আর্থিক লেনদেনের ক্ষেত্রে রাজ কুন্দ্রার জড়িত থাকার বিষয়ে মুম্বাই পুলিশ দাবি করেছে এবং বেশ কয়েকটি হোয়াটসঅ্যাপ চ্যাটে এই বিষয় তথ্য মিলেছে, সেই সম্পর্কে ইডি তদন্ত করছে।
৭. রাজ কুন্দ্রার কোম্পানি 'ভিয়ান ইন্ডাস্ট্রি' এর পরিচালককে ইডি জিজ্ঞাসাবাদ করতে পারে।
৮. শিল্পা শেঠিকেও ইডি জিজ্ঞাসাবাদ করতে পারে। কারণ তিনি গত বছর পর্যন্ত কুন্দ্রা ফার্মের পরিচালক ছিলেন।
৯. যদিও অভিনেত্রী শিল্পা শেঠি পুলিশকে জানিয়েছেন, 'হট শট' অ্যাপের কন্টেন্ট সম্পর্কে তার কোনও ধারণা নেই। এই অ্যাপে পর্ন তৈরি এবং ছড়িয়ে দেওয়ার অভিযোগে তার স্বামী রাজ কুন্দ্রা গ্রেপ্তার হয়েছেন। শিল্পা জানিয়েছেন, রাজ নির্দোষ। পর্ন তৈরির সঙ্গে সে কোনভাবেই জড়িত নয়।
১০. পর্নকাণ্ডে 'মূল অভিযুক্ত' হিসেবে রাজ কুন্দ্রার নাম দিয়েছে মুম্বাই পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০ ধারা (জালিয়াতি), ৩৪ (স্বপ্রণোদিত), ২৯২ এবং ২৯৩ (অশ্লীল ছবি ও অশালীন বিজ্ঞাপন তৈরি এবং তা প্রচার) ধারায় মামলা রুজু করা হয়েছে। আইটি আইন এবং ইনডেন্ট রিপ্রেজেন্টেশন অব উইমেন (নিষিদ্ধ) আইনের অধীনেও অভিযুক্ত তিনি।