ট্রাক্টর চালিয়ে সংসদে গিয়ে রাহুল গান্ধীর অভিনব প্রতিবাদ
কৃষি আইনের বিরুদ্ধে অভিনব প্রতিবাদে অংশ নিলেন রাহুল গান্ধী। তিন কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সোমবার ট্রাক্টরে করে সংসদ ভবনে যান ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের এই প্রাক্তন সভাপতি।
রাহুল জানান, কেন্দ্রের কানে কৃষকদের আবেদন পৌঁছে দিতেই তিনি এই কাজ করেছেন।
রাহুল গান্ধী বলেন, "আমি আজ সংসদ ভবনে কৃষকদের বার্তা বয়ে এনেছি। সরকার কৃষকদের কণ্ঠরোধ করছে এবং এই বিষয়ে কোনও আলোচনাই সংসদে হতে দিচ্ছে না।"
তিনি আরও বলেন, "গোটা দেশ জানে যে এই আইনগুলো শুধুমাত্র দুই থেকে তিনজন বড় শিল্পপতির স্বার্থে আনা হয়েছে। এই কালো আইন কেন্দ্রকে প্রত্যাহার করতে হবে।"
ভারতের সংসদে গত ১৯ জুলাই থেকে চলছে সংসদ অধিবেশন। অধিবেশনের শুরু থেকে বিরোধী দলগুলো কৃষি আইনের বিরোধিতায় সরব।
ভারতে কৃষি আইন খারিজের দাবিতে কিছুদিন আগেই ২০০ জন কৃষক সংসদের বাইরে বিক্ষোভ করতে চেয়েছিলেন। তখন থেকেই রাজনৈতিক ভাবে গতি পেয়েছে কৃষি আইন নিয়ে ক্ষোভ।
গত সপ্তাহ থেকেই কৃষি আইনের বিরোধিতায় সরব ছিলেন কংগ্রেসের সংসদ সদস্যরা। গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভে অংশ নিয়েছিলেন রাহুল গান্ধী।
এদিকে, রাহুল ট্রাক্টর নিয়ে যাওয়ার কিছু সময় পরেই ১৪৪ ধারা ভঙ্গের দায়ে রণদীপ সিং সুরজওয়ালার সাথে বেশ কয়েকজন কংগ্রেস নেতাকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ।
সূত্র: হিন্দুস্থান টাইমস