করোনার হানায় পিছিয়ে গেল ভারত-শ্রীলঙ্কার ম্যাচ
কলম্বোতে মঙ্গলবার রাত সাড়ে ৮টায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হওয়ার কথা ছিল ভারত ও শ্রীলঙ্কার। কিন্তু ম্যাচটি আজ অনুষ্ঠিত হচ্ছে না। ভারতের অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়া করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় ম্যাচটি পিছিয়ে দেওয়া হয়েছে। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এক টুইট বার্তায় বিষয়টি জানিয়েছে।
ক্রুনাল পান্ডিয়া আক্রান্ত হওয়ায় এর প্রভাব পুরো দলের উপরই পড়ছে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো তাদের খবরে জানিয়েছে, আক্রান্ত ক্রুনালের সংস্পর্শে আট জন ক্রিকেটার এসেছেন। সংস্পর্শে আসা সবাইকে ইতোমধ্যে আইসোলেশনে নেওয়া হয়েছে।
আগামী কয়েক ঘণ্টায় দফায় দফায় করোনা পরীক্ষা করা হবে এসব ক্রিকেটারের। এরপর দ্বিতীয় টি-টোয়েন্টি মাঠে গড়ানোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। যদিও ভারতের ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ তাদের খবরে জানিয়েছে, ম্যাচটি বুধবার অনুষ্ঠিত হবে। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হতে পারে বৃহস্পতিবার।
বিসিসিআই তাদের বিবৃতিতে জানিয়েছে, 'ক্রুনাল পান্ডিয়া করোনা পজিটিভ হয়েছেন। দ্বিতীয় টি-টোয়েন্টি ২৮ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। স্কোয়াডে আরও কোনো করোনার প্রাদুর্ভাব আছে কিনা, তা জানতে আজ আরটি-পিসিআর পরীক্ষা করা হবে।'
শ্রীলঙ্কার বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জেতার পর প্রথম টি-টোয়েন্টিতেও জয় পায় ভারতের 'দ্বিতীয় সারির' দলটি। সিরিজ জয়ের লক্ষ্যে দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামার আগে করোনা থাবা বসালো ভারত শিবিরে।
ভারত-শ্রীলঙ্কা সিরিজ শুরুর আগেই অবশ্য থাবা বসিয়েছিল করোনা। শ্রীলঙ্কা স্কোয়াডে করোনার হানায় চার দিন পর ওয়ানডে সিরিজ শুরু হয়। করোনায় আক্রান্ত হন শ্রীলঙ্কার ব্যাটিং কোচ গ্রান্ট ফ্লাওয়ার ও তাদের বিশ্লেষক জিটি নিরোশান। এরপর লঙ্কান স্কোয়াডে থাকা এক ক্রিকেটার করোনায় আক্রান্ত হলে ওয়ানডে সিরিজ পিছিয়ে দেওয়া হয়।