সিরিজ সেরা হয়ে র্যাঙ্কিংয়ে নয় ধাপ উন্নতি সৌম্যর
জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সিরিজে ধারাবাহিক পারফরম্যান্স করা সৌম্য সরকার র্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়েছেন। ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ৯ ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের এই ক্রিকেটারের। গত সপ্তাহের আন্তর্জাতিক ম্যাচগুলোর পারফরম্যান্সের ভিত্তিতে বুধবার র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি।
র্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগোলেও সেরা ৩০ এর মধ্যেও আসতে পারেননি সৌম্য সরকার। ৯ থাপ এগিয়ে ৩৪তম স্থানে উঠে এসেছেন তিনি। বিশাল উন্নতি হয়েছে জিম্বাবুয়ের ব্যাটসম্যান ওয়েসলে মাধেভেরের। দুই হাফ সেঞ্চুরিতে সিরিজের সর্বোচ্চ ১৫০ রান করা ডানহাতি এই ব্যাটসম্যান ৫৯ ধাপ এগিয়ে ৭০তম স্থানে উঠে এসেছেন।
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন সৌম্য। ২-১ ব্যবধানের সিরিজ জয়ে দুটি ম্যাচে হাফ সেঞ্চুরি করেন বাঁহাতি এই ওপেনার। প্রথম ম্যাচে ৪টি চার ও ২টি ছক্কায় ৫০ করেন তিনি। দ্বিতীয় ম্যাচে না পারলেও তৃতীয় ম্যাচে রেকর্ড ১৯৩ রান তাড়ায় ৯টি চার ও এক ছক্কায় ৬৮ রানের ম্যাচ সেরা ইনিংস খেলেন সৌম্য।
র্যাঙ্কিংয়ে ৫ ধাপ এগিয়েছেন ভারতের ব্যাটসম্যান শিখর ধাওয়ান। ৩ ধাপ এগিয়েছেন দক্ষিণ আফ্রিকার রিজা হেনড্রিকস। দুইজনই যৌথভাবে ২৯তম স্থানে আছেন। উন্নতি হয়েছে দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার, ভারতের সূর্যকুমার যাদবের। আগের মতোই শীর্ষে আছেন ইংল্যান্ডের দাভিদ মালান।
ওয়ানডের বোলারদের র্যাঙ্কিংয়ে পিছিয়ে গেছেন বাংলাদেশের ডানহাতি স্পিনার মেহেদী হাসান মিরাজ। এক ধাপ পিছিয়ে পাঁচে নেমে গেছেন তিনি। শীর্ষস্থান ধরে রেখেছেন নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ড। অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন সাকিব আল হাসান।