নিয়ম লঙ্ঘনের দায়ে শিল্পা শেঠি, রাজ কুন্দ্রা ও ভিয়ান ইন্ডাস্ট্রিজকে ৩ লাখ টাকা জরিমানা
নিয়ম লঙ্ঘনের দায়ে শিল্পা শেঠি, রাজ কুন্দ্রা এবং ভিয়ান ইন্ডাস্ট্রিজকে তিন লাখ টাকা জরিমানা করেছে সেবি (সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া)। সংস্থাটির পক্ষ থেকে সুরেশ মেনন জানিয়েছেন, যাবতীয় বিষয় খতিয়ে দেখার পর সেই জরিমানা ধার্য করা হয়েছে। নির্দেশ পাওয়ার ৪৫ দিনের মধ্যে যৌথভাবে এবং সমভাবে সেই জরিমানার টাকা দিতে হবে।
সেবি সূত্রে খবর, বম্বে স্টক এক্সচেঞ্জে ভিয়ান ইন্ডাস্ট্রিজ'র শেয়ার নথিভুক্ত ছিল। যে সংস্থার প্রোমোটর হলেন শিল্পা এবং রাজ। ওই সংস্থা সেবির 'প্রভিশনস ইনসাইডার ট্রেডিং রেগুলেশন' লঙ্ঘন করেছে কিনা, তা নিয়ে ২০১৩ সালের সেপ্টেম্বর থেকে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত তদন্ত চলেছিল। ২০১৫ সালের অক্টোবরে চারজনকে ৫ লাখ টাকার ইক্যুইটি শেয়ার দিয়েছিল ভিয়ান ইন্ডাস্ট্রিজ। প্রত্যেকে ১২৮,৮০০ লাখ শেয়ার পেয়েছিলেন। 'প্রভিশনস ইনসাইডার ট্রেডিং রেগুলেশন' অনুযায়ী সংস্থাকে নির্দিষ্ট সময় তাদের প্রয়োজনীয় তথ্য জানাতে হত। কারণ অঙ্কের নিরিখে যে লেনদেন হয়েছিল, তা ১০ লাখ টাকার গণ্ডি পার করে গিয়েছিল।
সেই নিয়ম লঙ্ঘনের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হয়। বিচার প্রক্রিয়ার সময় সেবির তরফে জানানো হয়, সেই শেয়ার বিক্রির বিষয়ে তিন বছরের বেশি সময় পরে জানানো হয়েছে। নিজেদের স্বপক্ষে ভিয়ান ইন্ডাস্ট্রিজের তরফে যে যুক্তি খাড়া করা হয়েছিল, তা গ্রাহ্য করা হয়নি। বরং বলিউড অভিনেত্রী শিল্পা, তার স্বামী রাজ এবং ভিয়ান ইন্ডাস্ট্রিজকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভিয়ান ইন্ডাস্ট্রিজ আগে হিন্দুস্তান সেফটি গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে পরিচিত ছিল।