‘আমাদের সম্পর্ক টিকবে না’, বিয়ের আগে রাজকে বলেছিলেন শিল্পা
এই মুহূর্তে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা। পর্ন ভিডিও তৈরি ও তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে জেলবন্দি রাজ। ২০০৯ সালে কোটিপতি ব্যবসায়ী রাজ কুন্দ্রার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন বলিউড সুন্দরী শিল্পা। দুই সন্তান, ভিয়ান ও শামিশাকে নিয়ে সংসার রাজ-শিল্পার।
তবে এই জুটির প্রেম আর বিয়ে নিয়েও বিতর্কের শেষ নেই। শিল্পার সঙ্গে যখন রাজের প্রথম দেখা, তখন বিবাহিত ছিলেন রাজ কুন্দ্রা।
নিজের প্রথম স্ত্রী কবিতাকে যখন ডিভোর্স দেন রাজ, তখন মাত্র দু-মাসের মেয়ে কবিতার কোলে। শিল্পার জন্যই নাকি তার ঘর ভেঙেছে বলে দাবি করেন রাজ কুন্দ্রার প্রথম পক্ষের স্ত্রী। এই বিতর্কিত প্রেমকাহিনী নিয়ে বছরখানেক আগে এক সাক্ষাতকারে মুখ খুলেছিলেন রাজ কুন্দ্রা।
'বলিউড নাউ' কে দেওয়া সে সাক্ষাতকারে রাজ কুন্দ্রা জানান, শিল্পার ম্যানেজারের সূত্র ধরেই অভিনেত্রীর সঙ্গে প্রথম আলাপ বর্তমানে জেলবন্দি এই কোটিপতি ব্যবসায়ীর। তখন সবে মাত্র বিগ বস শো জিতেছেন শিল্পা। গোটা যুক্তরাজ্য জুড়ে তখন এই ভারতীয় সুন্দরীর চর্চা। একটা পারফিউম তৈরির ভাবনা নিয়ে প্রথম শিল্পার মুখোমুখি হয়েছিলেন তিনি, প্রথম দেখাতেই রাজের ব্যবহারে মন গলে গিয়েছিল শিল্পার, কারণ অভিনেত্রীর মায়ের পা ছুঁয়ে প্রণাম করেছিলেন রাজ।
কিন্তু রাজের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াতে একেবারেই রাজি ছিলেন না শিল্পা। প্রথম দিকে রাজকে এড়িয়ে চলতে শুরু করেন অভিনেত্রী। রাজ বলেন, 'আমি ওর পিছনে হাত ধুয়ে পড়েছিলাম, যখন আমি বুঝতে পারি ওর মনেও আমার প্রতি একটা সুপ্ত ভালোবাসা আছে, ও আমাকে পছন্দ করে। তখন আমি দেরি করিনি… বলেছিলাম, চলো আমরা চেষ্টা করে দেখি। কিন্তু শিল্পা সোজাসাপটা জানায়, 'রাজ আমাদের সম্পর্কটা টিকবে না, ও খুব ঠোঁটকাটা… আমাকে কোনওরকম সুযোগই দেয়নি ওর মন জেতবার। আমি পালটা জিজ্ঞাসা করেছিলাম, কেন টিকবে না? ও বলেছিলো.. আমি মুম্বাই ছাড়তে পারব না, আমার দেশও ছাড়তে পারব না। আর তুমি লন্ডনে থাকো'।
পরের দিন, রাজ ফোন করেছিলেন প্রযোজক বাসু ভাগনানিকে, এবং জানান মুম্বাইতে একটি বাড়ি কিনতে চান তিনি। বাসু জানান, জুহুতে একটা প্রপার্টি রয়েছে যেটা রাজের পছন্দ হতে পারে। সেই বিলাসবহুল বাড়িটা না দেখেই কিনে ফেলেছিলেন রাজ। ১০ মিনিটের মধ্যে শিল্পাকে ফোন করে তিনি বলেন, 'তুমি বলছিলে যে মুম্বাই ছাড়তে পারবেন না, নিশ্চয় তুমি বচ্চনের বাড়ি চেনো, ঠিক ওর সামনে আমি একটা বাড়ি কিনেছি, এবার বলো…'।
রাজের এই পদক্ষেপটা কাজে এসেছিল… দেরি করেননি শিল্পা, মনের কথা তিনিও জানিয়ে দেন। মাস কয়েক চুটিয়ে প্রেম করবার পর শিল্পার জন্য প্যারিসে সাততারা হোটেল লে গ্র্যান্ডের গোটাটাই বুক করেছিলেন রাজ। হাঁটু গেড়ে বসে একদম ফিল্মি কায়দায় শিল্পাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন রাজ কুন্দ্রা, পরিয়ে দিয়েছিলেন ৩ কোটি মূল্যের হীরের আংটি! তারপর নানান চড়াই-উতরাই পেরিয়ে একে অপরের হাত শক্ত করে ধরে থেকেছেন এই জুটি। পর্নোগ্রাফি মামলা তাদের সম্পর্কের সমীকরণে কোনও পরিবর্তন আনে কিনা সেটাই দেখবার, পুলিশের সামনে অবশ্য স্বামীকে নির্দোষ বলেই দাবি করেছেন শিল্পা। বলেছেন, অশ্লীল ভিডিও আর পর্ন এক জিনিস নয়, তবে রাজের এই ব্যবসা সম্পর্কে কিছুই জানেন না তিনি।