পরিচয় জেনেও সাংবাদিক দানিশকে নির্মমভাবে হত্যা করে তালেবান: মার্কিন সাময়িকীর প্রতিবেদন
সংঘর্ষের মাঝে পড়ে মৃত্যু হয়নি পুলিৎজার বিজয়ী ভারতীয় ফটোসাংবাদিক দানিশ সিদ্দিকির (৩৮)। পরিচয় জানার পরেও তাকে নির্মমভাবে হত্যা করেছে তালেবান। বৃহস্পতিবার এমনই চাঞ্চল্যকর দাবি করেছে আমেরিকার একটি সাময়িকী।
ওই সাময়িকীতে প্রকাশিত রিপোর্টে দাবি করা হয়েছে যে, তালেবান জঙ্গিরা দানিশের পরিচয় যাচাই করেছিল আগে। তারপর তাকে নির্মমভাবে হত্যা করে। যদিও তালেবান দানিশের হত্যার কথা অস্বীকার করেছে। উল্টো তার মৃত্যুতে শোক জ্ঞাপনও করেছিল তারা।
দানিশ আফগানিস্তানে সংঘর্ষের খবর করতে গিয়েছিলেন। 'ওয়াশিংটন এক্সামিনার' এর রিপোর্ট বলছে, স্পিন বলদাক এলাকায় আফগান বাহিনীর সঙ্গে গিয়েছিলেন দানিশ।
আফগান বাহিনীর সঙ্গে তালেবানের সংঘর্ষের খবর সংগ্রহ করছিলেন তিনি। আফগান বাহিনী এগোতেই তালেবান তাদের লক্ষ্য করে হামলা শুরু করে। সেই হামলার মুখে পড়ে মূল বাহিনী থেকে ছিটকে যান দানিশ এবং তিন আফগান সেনা। সেই সময়েই জখম হন দানিশ।
আরও পড়ুন- আফগানিস্তানে পুলিৎজার বিজয়ী ভারতীয় ফটোসাংবাদিক নিহত
তাকে উদ্ধার করে স্থানীয় একটি মসজিদে নিয়ে যাওয়া হয়। সেখানে তার প্রাথমিক চিকিৎসা করায় আফগান সেনা। মসজিদে দানিশদের আশ্রয়ের খবর ছড়িয়ে পড়তেই তালেবান জঙ্গিরা সেখানে হামলা চালায়। স্থানীয়দের দাবি, মসজিদে সাংবাদিক আশ্রয় নিয়েছে এটা জেনেই সেখানে হামলা চালায় জঙ্গিরা।
ওই ম্যাগাজিনের রিপোর্টে দাবি করা হয়েছে, জঙ্গিরা যখন মসজিদে ঢোকে তখন জীবিত ছিলেন দানিশ। প্রথমে তার পরিচয় যাচাই করে জঙ্গিরা। তারপরই তাকে হত্যা করা হয়। দানিশের সঙ্গে থাকা আফগান সেনাদেরও খুন করে জঙ্গিরা।
রোহিঙ্গাদের নিয়ে খবর করার জন্য ২০১৮ সালে পুলিৎজার পুরস্কার পান দানিশ। রয়টার্সের ফটোসাংবাদিক ছিলেন তিনি। গত ১৬ জুলাই আফগানিস্তানে মৃত্যু হয় তার।
- সূত্র- আনন্দবাজার পত্রিকা