প্রথম নারী মুখ্য নির্বাহী পাচ্ছে অ্যাসোসিয়েটেড প্রেস
পরবর্তী প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী হিসেবে প্রথম প্রজন্মের শ্রীলঙ্কান বংশদ্ভূত ব্রিটিশ নাগরিক ডেইজি ভিরাসিংঘাম- এর নাম ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।
চলতি বছরের শেষদিকে বর্তমান প্রধান নির্বাহী গ্যারি প্রুইটের অবসর গ্রহণের পর তাঁর স্থলাভিষিক্ত হবেন ৫১ বছর বয়সী ডেইজি।
বার্তা সংস্থাটির প্রথম নারী ও প্রথম কৃষ্ণ বর্ণের প্রধান হতে চলেছেন তিনি। এছাড়া, যুক্তরাষ্ট্রের বাইরে থেকে এর আগে কাউকে শীর্ষ নেতৃত্বের পদটিতে নিয়োগ দেওয়া হয়নি। সেদিক থেকেও গড়বেন নতুন ইতিহাস।
১৭৫ বছরের পুরনো মার্কিন বার্তা সংস্থাটির ১৪তম প্রধান হচ্ছেন ডেইজি। এছাড়া, গত ফেব্রুয়ারি থেকে তিনি সংস্থার নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও প্রধান পরিচালনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
এপি জানায়, ডেইজি ভিরাসিংঘাম ১৭ বছর ধরে তাদের সঙ্গে যুক্ত আছেন, মহামারিকালে তিনি প্রধান আয় কর্মকর্তা হিসেবেও কোম্পানি পরিচালনা করছেন।
তাঁর পূর্বসূরী প্রুইট গত দশ বছর ধরে নিউইয়র্ক ভিত্তিক সংস্থাটির প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করছেন।
- সূত্র: রয়টার্স