শনিবার থেকে সম্প্রসারিত আকারে কোভিড-১৯ টিকাদান কর্মসূচি শুরু
আগামীকাল শনিবার (৭ আগস্ট) থেকে চলমান টিকাদান কর্মসূচিকে সম্প্রসারিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশে করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সরকারি এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার থেকে শুরু হতে যাওয়া ক্যাম্পেইনের মাধ্যমে মূলত ২৫ বছর ও তারচেয়ে বেশি বয়সী জনগোষ্ঠী; অগ্রাধিকার ভিত্তিতে পঞ্চাশোর্ধ্ব জনগোষ্ঠী, নারী ও শারীরিক প্রতিবন্ধী এবং দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীকে টিকাদানের আওতায় আনা হবে।
সারা দেশের ৪৬০০টি ইউনিয়ন, ১০৫৪টি পৌরসভা এবং সিটি করপোরেশন এলাকার ৪৩৩টি ওয়ার্ডে ৩২৭০৬ জন টিকাদানকারী এবং ৪৮৪৫৯ জন স্বেচ্ছাসেবীর মাধ্যমে এই ক্যাম্পেইনে একযোগে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান করা হবে।
এর মধ্যে ৭ আগস্ট সারা দেশের সব ইউনিয়ন, পৌরসভা ও সিটি করপোরেশন এলাকায় শুরু হবে এই সম্প্রসারিত আকারে টিকাদান কর্মসূচি। অন্যদিকে, ইউনিয়নের সেসব ওয়ার্ডে এদিন নিয়মিত টিকাদান কার্যক্রম চালু ছিল, সেসব ওয়ার্ডে এবং পৌরসভার বাদ পড়া ওয়ার্ডে টিকাদান কার্যক্রম চলবে ৮ ও ৯ আগস্ট। এই দুইদিন দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলেও দেওয়া হবে টিকা।
এছাড়া, ৭ থেকে ৯ আগস্ট পর্যন্ত সিটি করপোরেশন এলাকায় চলবে এ কার্যক্রম। অন্যদিকে, মিয়ানমার থেকে বাস্তুচ্যূত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া ৫৫ বছর বা তারচেয়ে বেশি বয়সী জনগোষ্ঠীর মাঝে এই টিকাদান কর্মসূচি চলবে ১০ থেকে ১২ আগস্ট।
বলে রাখা ভালো, এর আগে গত ৭ ফেব্রুয়ারি রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রম উদ্বোধন করেন। সেই থেকে এ পর্যন্ত ১ কোটি ৯ হাজার ৯৫৩ জনকে প্রথম ডোজ এবং ৪৪ লাখ ১৬ হাজার ১৩১ জনকে দ্বিতীয় ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়া হয়েছে।