ফুচকার মালা পরে বিয়ের পিঁড়িতে তামিল বধূ!
কখনো কি কোনো খাবার এত বেশি ভালোবেসেছেন যে আপনার তা গায়ে জড়িয়ে নিতে ইচ্ছা হয়েছে ? না, এমনটা বোধহয় আমাদের কারোই মনে হয়নি। কিন্তু দক্ষিণ ভারতীয় এক বধূ জনপ্রিয় স্ট্রিট ফুড ফুচকার প্রতি নিজের ভালোবাসাকে এমন পর্যায়ে নিয়ে গেছেন যে নিজের বিয়ের দিনও তিনি সেজেছেন ফুচকার মালা গায়ে জড়িয়ে!
ভারতে 'গোলগাপ্পা' নামে পরিচিত, আর বাংলায় ফুচকা। ফুচকা খেতে ভালোবাসেন না ,এমন মানুষ হয়তো খুব কমই পাওয়া যাবে। ছোট ছোট বলের মত ফুলে ওঠা ফুচকার সঙ্গে মশলাদার টক পানি মিলিয়ে খাওয়া যেন এক স্বর্গীয় ব্যাপার! তাই দক্ষিণ ভারতীয় সেই নারী নিজের ফুচকাপ্রেমকে জনসম্মুখে নিয়ে আসতে কোনো রকম দ্বিধা বোধ করেননি। আর তার এই অভিনব বিয়ের সাজের ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়েছে ইন্টারনেট জগতে।
নববধূর বিয়ের দিনের মেক-আপ আর্টিস্ট তার আইডি থেকে ইনস্টাগ্রামে প্রথম বউয়ের এই সাজের ফুটেজ পোস্ট করেন। এরপর থেকে ৪৭ লাখ ভিউ এবং ১ লাখ ২৫ হাজার লাইক পেয়েছে ভিডিওটি।
ফুচকা দিয়ে তৈরি মালা ও ব্রেসলেট পরিহিত অবস্থায় সজ্জিত বধূকে দেখা যায় সেই শর্ট ফিল্মে। শুধু তাই নয়, বউয়ের সামনেও রাখা ছিল ফুচকার স্তুপ। তবে এগুলো আসলে বিয়ের অনুষ্ঠানের অংশ নাকি সত্যিই অভিনব গয়না হিসেবে পরেছেন তিনি, তা এখনো স্পষ্ট নয়।
মেক-আপ শিল্পীর আইডি থেকে একই বধূর আরও ভিডিও পোস্ট করা হয়েছে, যেখানে তাকে মাথায় রাইস পাপড়ের মুকুট বেঁধে বসে থাকতে দেখা গেছে। এরপরই তার মাথার সেই পাপড়ের স্তুপ ভেঙে ফেলা হয়, যা অনেকের কাছেই বেশ অদ্ভুত বিবাহ রীতি বলে মনে হয়েছে।
তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের কাছে স্ট্রিট ফুড প্রেমী হিসেবে এই ফুচকাপ্রেমের জন্য ভালোই সমাদৃত হয়েছেন ওই বধূ। অসংখ্য ভোজনরসিক তাদের বন্ধুদের ট্যাগ দিয়ে ভিডিওটি শেয়ার করেছেন। অনেকে ক্যাপশনে জানিয়েও দিয়েছেন যে তারাও নিজের বিয়ের দিন এই পদ্ধতি অনুসরণ করবেন।
- সূত্র: গালফ নিউজ