আগামীতে টিকা আসলে গণ-টিকাদান কর্মসূচির গতি বাড়বে: স্বাস্থ্যমন্ত্রী
আগামীতে আরও টিকা আসলে গণ-টিকাদান কর্মসূচির গতি বাড়বে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
সোমবার (৯ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।
টিকা আসলে চাহিদা অনুযায়ী টিকা দেওয়া সম্ভব হবে বলেও জানান মন্ত্রী।
মন্ত্রী বলেন, "চীন থেকে ছয় কোটি ভ্যাকসিন কেনার প্রস্তাব অনুমোদন লাভ করে এখন শুধু অর্থ ছাড়ের অপেক্ষা, যা অক্টোবর নাগাদ পাওয়া শুরু হবে।"
আগামী ১৫ আগস্টের মধ্যে কোভ্যাক্সের মাধ্যমে ৩৫ লাখ, চীন থেকে কেনা ১০ লাখ ও উপহারের প্রায় ১০ লাখ টিকাসহ মোট ৫৪ লাখ ডোজ ভ্যাকসিন হাতে আসবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
তখন গণটিকায় আরও গতি আসবে বলে মন্তব্য করেন তিনি।