কাল থেকে আসন সংখ্যার সমপরিমাণ যাত্রী নিয়ে চলবে নৌযান
আগামীকাল (১১ আগস্ট) থেকে স্বাস্থ্য বিধি মেনে সকল প্রকার যাত্রীবাহী নৌযান আসন সংখ্যার সমপরিমাণ যাত্রী নিয়ে চলাচল করতে পারবে।
আজ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে।
সেখানে আরও বলা হয়, বিআইডব্লিউটিএ'র প্রধান কার্যালয়সহ সকল শাখা অফিস ও নৌ-বন্দর সহ সংশ্লিষ্ট অন্যান্য দপ্তর সমূহ স্বাস্থ্য বিধি অনুসরণ পূর্বক খোলা থাকবে।
পাশাপাশি বিআইডব্লিউটিএ'র কর্মকর্তা ও কর্মচারীগণকে সকল ক্ষেত্রে মাস্ক পরিধান করতে হবে এবং স্বাস্থ্য অধিদপ্তর প্রণীত স্বাস্থ্য বিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে।