ডেল্টার বিস্তার রোধে ব্যর্থ কর্মকর্তাদের শাস্তি দিয়েছে চীন
করোনার ডেল্টা ধরনের বিস্তার রোধে ব্যর্থ হওয়ায় ৪০ জনের বেশি স্থানীয় কর্মকর্তাকে শাস্তি দিয়েছে চীন।
চীনে নতুন করে করোনা সংক্রমণের শুরু পূর্বাঞ্চলের শহর নানজিংয়ে। সেখান থেকে ভাইরাসটি ৩১টি প্রদেশে ছড়িয়ে পড়েছে। তিন সপ্তাহে এক হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন ভাইরাসটিতে।
সংক্রমণ বেড়ে যাওয়ায় চীনা কর্তৃপক্ষ কঠোর লকডাউন দিচ্ছে। গণহারে করোনা পরীক্ষা করছে, কোয়ারেন্টিন দিচ্ছে, আরোপ করেছে ভ্রমণের ওপর বিধিনিষেধ।
২০২০ সালে প্রথমবার করোনা শনাক্ত হওয়ার পর- এই প্রথম এত কঠোর ও ব্যাপক পদক্ষেপ নেওয়া হলো দেশটিতে। যেসব কর্মকর্তা তাৎক্ষনিক বা প্রয়োজনমাফিক এসব ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছেন, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জিয়াংশু প্রদেশের রাজধানী নানজিংয়ের ১৫ কর্মকর্তাকে শাস্তির মুখে পড়তে হয়েছে। নানজিং লুকৌ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে সংক্রমণ ঠেকাতে ব্যর্থ হওয়ায় শাস্তি পেতে হয়েছে তাদের।
ধারণা করা হচ্ছে, এই বিমানবন্দর থেকেই সংক্রমণ শুরু হয়েছে। গত ২০ জুলাই করোনার রুটিন টেস্টে জানা যায়, বিমানবন্দরের ৯ জন পরিচ্ছন্নতা কর্মী করোনায় সংক্রমিত হয়েছেন।
কর্তৃপক্ষের ধারণা, ১০ জুলাই রাশিয়া থেকে আসা একটি ফ্লাইটের কোনো যাত্রীর মাধ্যমে ছড়িয়েছে ভাইরাসটি।
বিমানবন্দরের তিন কর্মকর্তার ব্যাপারে তদন্ত চলছে, দুজনকে আটক করা হয়েছে। অন্যদের কাউকে সাসপেন্ড করা হয়েছে, কাউকে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে। শাস্তি পাওয়াদের তালিকায় আছেন নানজিংয়ের ভাইস মেয়রও।
এদিকে করোনা রোধে গা-ছাড়া মনোভাবের কারণে শাস্তি পেয়েছেন হেনান প্রদেশের ঝাংজিয়াজি শহরের ১৮ জন কর্মকর্তা।
নানজিংয়ের পার্শ্ববর্তী শহর ইয়াংঝু কোভিড হটস্পটে পরিণত হয়েছে। শহরটির ৩৯৪ জন বাসিন্দার মধ্যে করোনার উপসর্গ দেখা দিয়েছে।
গত রোববার ইয়াংঝুর ছয় কর্মকর্তাকে হুঁশিয়ারি দেওয়া হয়, ব্যর্থতার জন্য তিরস্কার করা হয় দুজন কর্মকর্তাকে।
কোভিডবিরোধী লড়াইয়ে চীনের কেন্দ্রীয় সরকারের 'জিরো টলারেন্স' নীতির কারণে ভীষণ চাপে আছে দেশটির স্থানীয় সরকারসমূহ। তবে উচ্চ সংক্রমণ ক্ষমতাসম্পন্ন ডেল্টা ভেরিয়েন্ট চীনের এই কঠোর নীতিকেও প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। দেশটির এই 'জিরো টলারেন্স' নীতি কতোটা কার্যকর- তা নিয়ে প্রশ্ন উঠছে নানা মহলে।
সম্প্রতি কয়েকজন প্রখ্যাত চীনা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এই নীতি থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন চীন সরকারের প্রতি। টিকাদানের হার বাড়িয়ে করোনার সঙ্গে সহাবস্থান শিখে নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা দেশটিকে।
- সূত্র: সিএনএন