চালের আমদানি শুল্ক কমিয়ে ২৫ শতাংশ নির্ধারণ
চালের আমদানি শুল্ক ৬২ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করেছে সরকার। এ সুযোগ থাকবে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত।
বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
এর আগে গত বছর চালের দাম বাড়তে থাকায় তা নিয়ন্ত্রণে আনতে আমদানি উৎসাহিত করার লক্ষ্যে চালের আমদানি শুল্ক ২৫ শতাংশে নামানো হয়, যার মেয়াদ গত এপ্রিলে শেষ হয়েছে। এর পর আর মেয়াদ বাড়ানো হয়নি। ফলে মে মাস থেকে যথারীতে ৬২ দশমিক ৫ শতাংশ শুল্ককর পরিশোধ করে চাল আমদানি করতে হতো।
চাল আমদানিতে শুল্ককর কমাতে গত ৬ জুলাই খাদ্য মন্ত্রণালয় এনবিআরকে অনুরোধ জানিয়ে চিঠি পাঠায়। এর পর বৃহস্পতিবার এ প্রজ্ঞাপন জারি করা হলো।
নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, চাল আমদানিতে ১৫ শতাংশ কাস্টমস ডিউটি ছাড়াও ৫ শতাংশ অ্যাডভান্স ট্যাক্স (এটি) ও ৫ শতাংশ অ্যাডভান্স ইনকাম ট্যাক্স (এআইটি) পরিশোধ করতে হবে। এ সুযোগ পাওয়া যাবে বয়েল্ড ও নন বয়েল্ড আতপ চালের ক্ষেত্রে। এর বাইরে বাসমতি বা অন্য কোন ধরণের চাল আমদানিতে এ সুযোগ পাবে না।