ভারত থেকে চালের দ্বিতীয় চালান আসছে ১০ জানুয়ারি, মিয়ানমার থেকে প্রথম চালান ১৪ জানুয়ারি
সরকারের উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় ভারত থেকে চালের দ্বিতীয় চালান আগামী ১০ জানুয়ারি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছবে।
ভারত থেকে বাল্ক ক্যারিয়ারবাহী জাহাজে প্রায় ২৭ হাজার মেট্রিক টন চাল আনা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
চাল পরিবহনের সঙ্গে যুক্ত জাহাজের শিপিং এজেন্ট সেভেন সি'স শিপিং লাইনসের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আলী আকবর টিবিএসকে বলেন, "আগামী ১০ জানুয়ারি ভারত থেকে চালের দ্বিতীয় চালান চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা। দ্বিতীয় চালানে জাহাজ এমবি এসডিআর ইউনিভার্স লোড করা হচ্ছে ভারতের অন্ধ্র প্রদেশের কাকিনাড়া বন্দরে। আশা করছি, নির্ধারিত সময়ে বন্দরে পৌঁছবে।"
এর আগে, ভারত থেকে আসা ২৪ হাজার ৬৯০ মেট্রিক টন সেদ্ধ চালের প্রথম চালান খালাস কার্যক্রম শেষ হয়েছে। ২৬ ডিসেম্বর রাত ৯টায় শুরু হয়ে চাল খালাস চলে ৩ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত। ইতোমধ্যে জাহাজটি চট্টগ্রাম বন্দর ছেড়ে গেছে।
খাদ্য অধিদপ্তরের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক জ্ঞানপ্রিয় বিদূর্শী চাকমা টিবিএসকে বলেন, "উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় সরকার ২ লাখ টন চাল কিনছে। গত ১১ নভেম্বর চুক্তির আওতায় সরবরাহকারী প্রথম দফায় ভারত থেকে ২৪ হাজার ৬৯০ মেট্রিক টন চাল সরবরাহ করেছে। চালগুলো খাদ্য অধিদপ্তরের পরিবহন ঠিকাদারের ট্রাকযোগে পাঠিয়ে দেওয়া হয় চট্টগ্রামের দেওয়ানহাট, সিলেট, ঢাকার তেজগাঁও, নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থানে।"
মিয়ানমার থেকে আসছে ১ লাখ ৫ হাজার টন আতপ চাল
এদিকে, জি-টু-জি চুক্তির আওতায় মিয়ানমার থেকে ১ লাখ ৫ হাাজার মেট্রিক টন চালের প্রথম চালান আগামী ১৪ অথবা ১৫ জানুয়ারি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছবে। মিয়ানমারের প্রথম জাহাজ গোল্ডেন স্টার ২২,০০০ টন চাল পরিবহন করবে। এই চুক্তির জাহাজগুলোর শিপিং এজেন্ট মেসার্স সেভেন সি'স শিপিং লাইন্স ।
শিপিং লাইনটি জানিয়েছে, মোট দশটি জাহাজের মাধ্যমে মিয়ানমার থেকে চাল চট্টগ্রাম বন্দরে নিয়ে আসা হবে। মধ্য জানুয়ারি থেকে মধ্য মার্চের মধ্যে ১ লাখ ৫ হাজার টন চাল পৌঁছানোর শিডিউল রয়েছে।