প্রেসিডেন্ট প্রাসাদের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান
আফগানিস্তানের প্রেসিডেন্টের প্রাসাদ নিজেদের দখলে নিয়েছে কট্টর ইসলামপন্থী গোষ্ঠী তালেবান। আজ রোববার (১৫ আগস্ট) কাবুলে দুজন তালেবান কমান্ডার বিষয়টি বার্তাসংস্থা রয়টার্সের কাছে দাবি করেন।
কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে আফগান বিশেষজ্ঞ আজফেন্দি আর মীর বলেছেন, তালেবান শিগগিরই প্রেসিডেন্ট প্রাসাদ থেকে বিজয় ঘোষণা করবে।
এদিকে বিবিসি সূত্রে সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে, তালেবান তাদের সব যোদ্ধাদের কাবুলে প্রবেশ করার আদেশ দিয়েছে। বিমানবন্দর ছাড়া যোদ্ধারা পুরো শহরের নিয়ন্ত্রণ নেবে।
তালেবানের নাটকীয় অগ্রযাত্রা রোধে ব্যর্থ হয়ে আজই প্রতিবেশী তাজিকিস্তানের উদ্দেশ্যে ঘনিষ্ঠ সহকারীদের নিয়ে দেশ ছেড়েছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি। তাঁর অবর্তমানে তালেবানের সঙ্গে ক্ষমতা হস্তান্তরের আলোচনায় তিন সদস্যের একটি কমিটি ঘোষণা করেন ঘানির পূর্বসূরী ও সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই।
কমিটিতে কারজাইসহ আছেন আবুদুল্লাহ আব্দুল্লাহ এবং মুজাহেদিন নেতা গুলবুদ্দিন হেকমতিয়ার।
এদিকে ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান ট্রিবিউন সূত্রে জানা যায়, তালেবানের সহ-প্রতিষ্ঠাতা মোল্লা বারদারকে গোষ্ঠীটি প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করেছে বলে আভাস পাওয়া গেছে।
তালেবান ক্ষমতা ভাগাভাগির যেকোন সম্ভাবনাকে নাকচ করে দিয়েছে। দলটির সদস্যরা কাবুলের উপকণ্ঠে অবস্থান নেওয়ার পাশাপাশি, শহরের অভ্যন্তরে পরিত্যক্ত থানাগুলোর নিয়ন্ত্রণ নিয়েছে। তারা লুটপাটকারীদের প্রতিহত করার ঘোষণাও দিয়েছে।
- সূত্র: রয়টার্স, বিবিসি, আল জাজিরা