দেশে এসেছে সিনোফার্মের আরো ৫৫ লাখ ডোজ টিকা
চীনের সিনোফার্মের ৫৫ লাখ ৫৩ হাজার ৬৫০ ডোজ টিকা দেশে পৌঁছেছে। চুক্তির পর এটাই চীনের কাছ থেকে টিকার বড় চালান পাওয়ার রেকর্ড বাংলাদেশের।
সোমবার দিবাগত রাত ২টা ১০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকাগুলো বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট অবতরণ করে।
এই টিকা গ্রহণ করেন স্বাস্থ্য অধিদপ্তরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক।
শামসুল হক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "৫৫ লাখ ৫৩ হাজার ৬৫০ ডোজ টিকা গ্রহণ করেছি। এয়ারপোর্ট থেকে ফ্রিজার ভ্যানে করে বেক্সিমকোর গাজীপুরের ওয়্যার হাউজে রাখা হবে টিকাগুলো। সেখানে এই টিকা সংরক্ষণের জন্য বিশেষ ব্যবস্থা করা আছে। ওখান থেকে বেক্সিমকোর ব্যবস্থাপনায় জেলা-উপজেলায় বন্টন করা হবে"।
আগামীকাল বুধবার বিকেল পাঁচটায় গ্যাভির কোভ্যাক্স ফ্যাসিলিটি থেকে ফাইজারের আরও ১০ লাখ ৬ হাজার টিকা দেশে আসবে বলেও জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।