বিচ্ছেদের পথে হাঁটবেন শিল্পা? একার রোজগারে সন্তান পালনের সিদ্ধান্ত অভিনেত্রীর, দাবি বান্ধবীর
এক ছাদের তলায় নাকি আর থাকবেন না রাজ কুন্দ্রা এবং শিল্পা শেঠি! অভিনেত্রীর এক বান্ধবীর মন্তব্যের পর এমনই কানাঘুষা চলছে বলিউড পাড়ায়। শিল্পার এক বান্ধবী জানিয়েছেন, রাজের সম্পত্তির একটি অংশও আর ভোগ করতে চান না রাজ-পত্নী। আর তাই পুরোদমে নিজের পেশায় মন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শিল্পা।
গত ১৯ জুলাই পর্ন বানানো এবং বিভিন্ন অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার হন ব্যবসায়ী রাজ কুন্দ্রা। তারপর থেকে নানাবিধ বিতর্ক সামলাচ্ছেন তার স্ত্রী শিল্পা। সরাসরি রাজের গ্রেপ্তার নিয়ে কোনও কথা না বললেও কটাক্ষ, অপমান, ব্যাঙ্গের জবাব দিয়ে একটি বিবৃতি জারি করেছিলেন শিল্পা। সপ্তাহ খানেক আগে 'সুপার ডান্সার চ্যাপ্টার-৪' এ বিচারকের আসনে ফিরেছেন তিনি। তবে শর্ত ছিল, কর্মক্ষেত্রে কোনভাবে যেন তার ব্যক্তিগত জীবনকে টেনে আনা না হয়
মুম্বাইয়ের এক সংবাদমাধ্যম শিল্পার ঘনিষ্ঠ এক বান্ধবীর সঙ্গে যোগাযোগ করেছে। সাক্ষাৎকারে সেই বান্ধবী জানিয়েছেন, ''রাজের পর্ন-ব্যবসা সম্পর্কে কোনও ধারণা ছিল না শিল্পার। এত শত হিরে, বড় ডুপ্লেক্স বাড়ির খরচ যে ঘৃণ্য ব্যবসা থেকে আসছে, সে সব জানতই না সে।''
বান্ধবীর কথা থেকেই জানা গেল, রাজের আয়ের এক পয়সাও আর ছুঁতে চান না তার স্ত্রী। বরং নিজে ফের পুরোদমে কাজে ফিরতে চাইছেন তিনি। একার রোজগারে ছেলেমেয়েকে মানুষ করার জন্য নিজের আর্থিক পরিস্থিতিকে জোরদার করতে হবে তাকে।
বান্ধবী জানিয়েছেন, ইন্ডাস্ট্রির পরিচালক এবং প্রযোজকদের সঙ্গে তাই কথা বলতে শুরু করেছেন শিল্পা। ইতিমধ্যেই নাকি পরিচালক অনুরাগ বসু এবং প্রিয়দর্শন তাকে ছবির প্রস্তাব দিয়েছেন।
- সূত্র-আনন্দবাজার পত্রিকা