ক্রেইগ অভিনীত শেষ ‘জেমস বন্ড’ সিনেমার ট্রেলার প্রকাশ
শুরুতেই পর্দায় ড্যানিয়েল ক্রেইগের ছবি, সাথে বড় বড় অক্ষরে ভেসে উঠলো 'দ্য ওয়েট ইজ ওভার'। সত্যিকার অর্থেই, সব অপেক্ষার অবসান ঘটিয়ে গতকাল মুক্তি পেয়েছে ক্রেইগ অভিনীত শেষ জেমস বন্ড চলচ্চিত্র 'নো টাইম টু ডাই' এর ট্রেলার।
করোনাভাইরাস মহামারির জন্য ১৮ মাস পিছিয়ে যায় 'নো টাইম টু ডাই' মুক্তির তারিখ। অবশেষে আগামী ৩০ সেপ্টেম্বর ছবিটি মুক্তি দেওয়ার কথা জানানো হয়েছে।
ট্রেলারে ৫৩ বছর বয়সী ক্রেইগকে আরও একবার তার শত্রু আর্নস্ট স্টাভরো ব্লোফেলড (ক্রিস্টোফ ওয়াল্টজ অভিনীত)এর মুখোমুখি হতে দেখা যাবে।
কিন্তু এবার মনে হচ্ছে দুই পুরনো শত্রু যেন জোরপূর্বক এক মিত্রতার বন্ধনে আবদ্ধ হবেন! কারণ ট্রেলারে বন্ডকে উদ্দেশ্য করে ব্লোফেলড বলছেন, "জেমস, ভাগ্য আবারও আমাদের এক ছাদের তলায় নিয়ে এলো। তোমার শত্রু এখন আমারও শত্রু। এটা কীভাবে সম্ভব হলো?"
জবাবে নিজের সেই চিরচেনা হাসি দিয়ে বন্ড বলেন, "ওয়েল, ইউ লিভ লং এনাফ!"
ধুন্ধুমার অ্যাকশন-নির্ভর এই ট্রেলারে বন্ডকে দেখা যাবে অ্যাসল্ট রাইফেল নিয়ে শত্রুকে তাড়া করছেন, নিজের অ্যাস্টন মার্টিন গাড়ি থেকে বিখ্যাত মেশিনগানে গুলি ছুড়ছেন এবং ডাবল-জিরো এজেন্ট নওমিকে (লাশানা লিঞ্চ অভিনীত) নিয়ে বিমানে করে আকাশপথে চক্কর দিচ্ছেন।
ছবিটিতে সিআইএ অপারেটিভ, পালোমা'র চরিত্রে আছেন কিউবান তারকা আনা দে আর্মাস। ট্রেলারের একটি দৃশ্যে তাকেও দুর্ধর্ষ ভঙ্গিতে শত্রুর মোকাবিলা করতে দেখা যায়।
তবে সিনেমায় ক্রেইগের বিপরীতে মূল ভিলেন হিসেবে আছেন 'সাফিন'। আর এই চরিত্রে অভিনয় করেছেন অস্কারজয়ী অভিনেতা র্যামি মালেক। মুখের মধ্যে সাদা মাস্ক এবং দাগ নিয়ে অদ্ভুত এক চেহারায় হাজির হয়েছেন তিনি।
জেমস বন্ড জিরো জিরো সেভেন যেই নারীর প্রতি আকৃষ্ট, সেই ম্যাডেলিন সোয়ানকে(লি সেডুক্স অভিনীত) ঘিরেও এক রহস্য ও গোপনীয়তার জাল সৃষ্টি করা হয়েছে ছবিতে। ২০১৫ সালে 'স্পেকটার' এর শেষ দৃশ্যে এই জুটিকে একসাথে পালিয়ে যেতে দেখা যায়।
ট্রেলারের শেষ দিকে বন্ড ক্রুদ্ধ স্বরে বলেন, "আমরা যদি এটা না করি, তাহলে বাঁচানোর আর কিছুই থাকবে না।"
দীর্ঘদিন পর আবারও জেমস বন্ড সিনেমার স্বাদ পাওয়ার জন্য ভক্তদের শুধু এ মাসটাই অপেক্ষা করতে হবে।
আগামী ২৮ সেপ্টেম্বর লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে 'নো টাইম টু ডাই' এর প্রিমিয়ার হওয়ার কথা রয়েছে।
সূত্র- ডেইলি মেইল