তিন তিরিশে মাঝারি পুঁজি বাংলাদেশের
মিরপুরের উইকেট আজ আর খুব একটা বাধা হলো না। টি-টোয়েন্টির মতো ব্যাটিং না হলেও মাঝারি পুঁজি মিললো। লিটন দাস, নাঈম ও মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৬ উইকেটে ১৪১ রান তুলেছে বাংলাদেশ। দারুণ শুরুর পর বড় সংগ্রহই মিলতে পারতো। কিন্তু উদ্বোধনী জুটির রান কাজে লাগিয়ে ইনিংস বড় করতে পারেনি মাহমুদউল্লাহ রিয়াদের দল।
টস জিতে আগে ব্যাটিং করতে নামা বাংলাদেশের শুরুটা দারুণ হয়। উদ্বোধনী জুটিতে ৫৯ রান যোগ করেন লিটন কুমার দাস ও নাঈম শেখ। তখন মনে হয়েছিল বড় সংগ্রহই গড়তে যাচ্ছে ঘরের মাঠের দলটি। কিন্তু দশম ওভারে সব হিসেব পাল্টে দেন রাচিন রবীন্দ্র। কিউই বাঁহাতি এই পেসার দুই বলে দুই উইকেট তুলে নেন।
রবীন্দ্রর অনেক বাইরের বলে টেনে এনে বোল্ড হন ২৯ বলে ৩টি চার ও একটি ছক্কায় ৩৩ রান করা লিটন। অন্যান্য সময়ে তিনে সাকিব নামলেও আজ এই জায়গায় নামেন মুশফিকুর রহিম। তাকে দাঁড়াতেই দেননি আগের ম্যাচেই জাতীয় দলে অভিষেক হওয়া রবীন্দ্র। পরের বলেই মুশফিককে ফিরিয়ে তিনি। প্রথম বলেই আউট হয়ে থামেন অভিজ্ঞ এই ক্রিকেটার।
দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। চাপ কাটিয়ে তুলতে শুরু থেকেই দ্রুত ব্যাট চালাতে শুরু করেন সাকিব আল হাসান। ব্যাটে-বলেও হচ্ছিল তার। কিন্তু বিশ্বসেরা অলরাউন্ডারের ইনিংস লম্বা হয়নি। ৭ বলে ২টি চারে ১২ রান করে থামেন সাকিব।
এরপর দ্রুতই ফিরে যান আফিফ হোসেন ধ্রুব। বাকিটা সময় দলের রানচাকা ঘুরিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ ও নুরুল হাসান হোসান। এ সময় মূলত ব্যাট চালিয়েছেন মাহমুদউল্লাহ একাই। ৩২ বলে ৫টি চারে ৩৭ রানের অপরাজিত ইনিংস খেলেন বাংলাদেশ অধিনায়ক। সোহান ১৩ রান করেন। রবীন্দ্র সর্বোচ্চ ৩টি উইকেট নেন। একটি করে উইকেট নেন এজাজ প্যাটেল, কোল ম্যাকনকি ও হামিশ বেনেট।
দ্রুত উইকেট পতনে হঠাৎ চাপে বাংলাদেশ
উইকেট নিয়ে আলোচনার শেষ নেই। মিরপুরের এই উইকেটে ব্যাটিং করা সহজ নয়; দুই দলের ব্যাটসম্যানরাই তা নিয়মিত বলে আসছেন। মাঠের লড়াইয়েও মিলছে প্রমাণ। তবে এই উইকেটেই দারুণ জুটি গড়লেন লিটন কুমার দাস ও নাঈম শেখ। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে উদ্বোধনী জুটিতে ৫৯ রান যোগ করেছেন তারা।
এই জুটি ভাঙতেই অবশ্য এলোমেলো হয়ে পড়েছে বাংলাদেশের ইনিংস। কিউই স্পিনার রাচিন রবীন্দ্রর অনেক বাইরের বলে টেনে এনে বোল্ড হন ২৯ বলে ৩টি চার ও একটি ছক্কায় ৩৩ রান করা লিটন। তিনে নামা মুশফিকুর রহিমকে পরের বলেই ফিরিয়ে দেন আগের ম্যাচে নিউজিল্যান্ড দলে অভিষেক হওয়া হওয়া রবীন্দ্র। রানের খাতাই খুলতে পারেননি মুশফিক।
দ্রুত দুই উইকেট হারানোর চাপ কাটিয়ে তুলতে শুরু থেকেই দ্রুত ব্যাট চালাতে শুরু করেন সাকিব আল হাসান। ব্যাটে-বলেও হচ্ছিল তার। কিন্তু বাঁহাতি এই অলরাউন্ডারের ইনিংস লম্বা হয়নি। ৭ বলে ২টি চারে ১২ রান করে থামেন সাকিব। ১৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৮৬ রান। নাঈম শেষ ৩৬ ও মাহমুদউল্লাহ রিয়াদ ২ রানে ব্যাটিং করছেন।