অপারেশন লন্ডন ব্রিজ: এই প্রথম ফাঁস হয়ে গেল রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যানুষ্ঠানের পরিকল্পনা
ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর সঙ্গে সঙ্গে যে বিশাল কর্মযজ্ঞ শুরু হবে আজ শুক্রবার প্রথমবারের মতো সে সম্পর্কিত গোপন পরিকল্পনার নথি ফাঁস হয়েছে। রানীর মৃত্যুর মুহূর্ত থেকে ১০ দিন পর পর্যন্ত চলবে মহাসমারোহে তার শেষকৃত্যানুষ্ঠানের এসব প্রস্তুতি।
অপারেশন লন্ডন ব্রিজ নামের কর্মযজ্ঞের খুঁটিনাটি বিবরণ যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যম 'পলিটিকো'র কাছে ফাঁস করেছে একটি অজ্ঞাত সূত্র। ওই সূত্রে জানা যায়, রানীর মৃত্যুর দিনকে 'ডি ডে' বলে অবহিত করবেন ব্রিটিশ কর্মকর্তারা।
৯৫ বছরের দ্বিতীয় এলিজাবেথ ব্রিটিশ রাজন্যদের মধ্যে সবচেয়ে দীর্ঘদিন সিংহাসনে আসীন রয়েছেন। মৃত্যুর ১০ দিন পর তাঁকে সমাধিস্থ করার পরিকল্পনা রয়েছে, যার আগে পুরো যুক্তরাজ্য জুড়ে সফর সম্পন্ন করবেন তাঁর পুত্র ও সিংহাসনের উত্তরসূরী যুবরাজ চার্লস।
পরিকল্পনা অনুসারে ব্রিটিশ পার্লামেন্ট ভবনে জন-সাধারণের সম্মান জানানোর জন্য তিনদিন রাখা হবে রানীর মরদেহবাহী কফিন। তাঁর মৃত্যুর ঘটনা জানাজানির পর লাখো মানুষের ভিড়ে রাজধানী লন্ডনে যানজট ও আইনশৃঙ্খলা ভেঙ্গে পড়ার আশঙ্কাও করছেন কর্মকর্তারা। এ পরিস্থিতিতে দেখা দিতে পারে খাদ্য সংকটও।
শেষকৃত্য অনুষ্ঠানে নজিরবিহীন ভিড় ও পরিবহন ব্যবস্থায় বিশৃঙ্খলা অনুমান করে বিশাল নিরাপত্তা প্রস্তুতি যুক্ত হয়েছে পরিকল্পনায়।
সরকারের আরেকটি মেমোতে আশঙ্কা করা হয়, লন্ডনমুখী ভিড়ের কারণে নগরীটির সকল ব্যবস্থা ভেঙ্গে পড়ার উপক্রম হতে পারে।
পলিটিকো জানায়, রানীর মরদেহ নিয়ে যাওয়ার পর আনুষ্ঠানিক প্রার্থনা অনুষ্ঠান হবে সেইন্ট পল ক্যাথিড্রালে।
শেষকৃত্যানুষ্ঠানের দিন জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করা হবে। এব্যাপারে ব্রিটিশ প্রধানমন্ত্রী ও রানী দ্বিতীয় এলিজাবেথ এরমধ্যেই একমত পোষণ করেছেন।
এদিকে ফাঁস হওয়া পরিকল্পনার ব্যাপারে কোন মন্তব্য করতে রাজী হননি রানীর বাসস্থান বাকিংহাম প্যালেসের কর্মকর্তারা।
এর আগে ২০১৭ সালে অপারেশন লন্ডন ব্রিজ নিয়ে একটি দীর্ঘ প্রতিবেদন প্রকাশ করেছিল প্রভাবশালী ব্রিটিশ গণমাধ্যম- দ্য গার্ডিয়ান। ওই প্রতিবেদন সূত্রে জানা যায়, রাজ পরিবারের অন্যান্য সদস্যদের উপস্থিতিতে যুবরাজ চার্লসকে সেইন্ট জেমস প্রাসাদে নতুন রাজা হিসেবে অভিষিক্ত করা হবে। বিদেশী রাজন্যবর্গও এ অনুষ্ঠানে যোগ দিতে আসবেন।
- সূত্র: এনডিটিভি