পানশির জয়ের পর যুদ্ধ-সমাপ্তি ঘোষণা তালেবানের
কাবুলের উত্তরপূর্বে অবস্থিত তালেবান বিরোধী যোদ্ধাদের শেষ ঘাঁটি- পানশির প্রদেশ দখলে নেওয়ার দাবি করেছে তালেবান। ক্ষুদ্রতম এ প্রদেশটি দখলের মাধ্যমে সম্পূর্ণ আফগানিস্তানের ওপর তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হলো বলে গোষ্ঠীটি এক ঘোষণায় জানিয়েছে।
পানশির জয় সম্পন্ন হওয়ায় খুব শিগগির নিজেদের সরকার কাঠামো ঘোষণার কথাও জানায় ইসলামপন্থী গোষ্ঠীটি।
সামাজিক মাধ্যমে প্রকাশিত কিছু ছবিতে পানশিরের প্রাদেশিক গভর্নরের কার্যালয়ের মূল ফটকের সামনে তালেবান সদস্যদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। গত এক সপ্তাহ ধরে উপত্যকাটির নিয়ন্ত্রণ নিয়ে তালেবানের সঙ্গে আহমেদ মাসুদের নেতৃত্বাধীন পানশির ভিত্তিক প্রতিরোধ গোষ্ঠী এনআরএফ- এর তুমুল লড়াই চলছিল।
ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল সামাজিক মাধ্যম থেকে পাওয়া একটি ভিডিও প্রকাশ করে। সেখানে তালেবান সদস্যদের গভর্নরের কার্যালয়ে তালেবানের পতাকা উত্তোলন করতে দেখা যায়।
পশ্চিমা সমর্থিত প্রেসিডেন্ট আশরাফ ঘানি সরকারের তাজিক জাতিগোষ্ঠীর ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ রাজধানী কাবুল পতনের পর পানশিরে এসে আশ্রয় নেন। পানশির উপত্যকায় প্রায় শতভাগ তাজিকদের বসবাস। আহমেদ মাসুদও তাজিক।
আজ সোমবার এক সংবাদ সম্মেলনে জয় ঘোষণার সময় তালেবানের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, "পালিয়ে যাওয়া শত্রুর শেষ ঠিকানা পানশির আমাদের নিয়ন্ত্রণে।"
মুজাহিদ বলেন, "এ জয়ের মাধ্যমে আমাদের দেশ চিরস্থায়ী যুদ্ধের আবর্ত থেকে মুক্ত হলো। জনগণ এখন শান্তিতে বসবাস করতে পারবে।"
তবে মূলত পশতুন নৃগোষ্ঠীর নেতৃত্বে পরিচালিত তালেবান পানশিরের তাজিক জনগণকে আশ্বস্ত করে বলেছে, "তাদের বিরুদ্ধে কোন রকম বৈষম্য করা হবে না।"
তালেবান মুখপাত্র বলেন, "তারাও আমাদের ভাই। দেশের সমৃদ্ধি ও কল্যাণে আমরা একযোগে কাজ করব।"
এদিকে এনআরএফ নেতা আহমেদ মাসুদ এক টুইট বার্তায় তিনি নিরাপদে আছেন বলে জানিয়েছেন। তবে তাঁর অবস্থান সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি।
মুজাহিদ জানান, মাসুদ ও সাবেক ভাইস প্রেসিডেন্ট সালেহ প্রতিবেশী তাজিকিস্তানে পালিয়ে গেছেন।
তবে এনআরএফ-এর বৈদেশিক সম্পর্ক বিভাগের প্রধান আলি মাইসাম নাজারি বলেছেন, তালেবান বিজয়ের মিথ্যে ঘোষণা দিয়েছে এবং তাদের যোদ্ধারা লড়াই চালিয়ে যাচ্ছে।
নিজ ফেসবুক পেজে করা এক পোস্টে তিনি জানান, "উপত্যকার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থানগুলোয় আমাদের যোদ্ধারা অবস্থান করছে এবং লড়াই অব্যাহত রেখেছে।"
- সূত্র: রয়টার্স, আল জাজিরা