ব্রাজিল-আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিবে ফিফা
ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়েছে, ম্যাচ পরিত্যক্ত হওয়ার ঘটনার পর ব্রাজিল ও আর্জেন্টিনা দুই বোর্ডের বিরুদ্ধেই শাস্তিমূলক ব্যবস্থা নিতে যাচ্ছে তারা।
রোববার ম্যাচ শুরুর কয়েক মিনিটের মধ্যেই ব্রাজিলের স্বাস্থ্য কর্মকর্তারা মাঠে ঢুকে খেলা থামিয়ে দেয়। তাদের দাবি কোয়ারেন্টিন আইন ভেঙে মাঠে নেমেছিল আর্জেন্টিনার তিন খেলোয়াড়।
ফিফা জানিয়েছে, সাও পাওলো থেকে আসা ম্যাচ প্রতিবেদন বিশ্লেষণ করার পর ব্যবস্থা নিবে তারা।
ব্রাজিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের আইন অনুযায়ী, বর্তমানে যুক্তরাজ্য থেকে আসা যেকোনো ব্যক্তিকেই ব্রাজিলে পা দেওয়ার পর ১৪ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে।
ব্রাজিলের স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা, আনভিসার প্রধান আন্তোনিও বাররা তোরেস বলেন, "আমাদের ওই পর্যায়ে যেতে হয়েছে, কারণ প্রথম থেকে আনভিসা যে যে নির্দেশনা দিয়েছে, তার কিছুই মানা হয়নি। তারা স্টেডিয়ামে গিয়েছে, তারা মাঠে প্রবেশ করেছে। একটার পর একটা নিয়ম ভেঙেছে।"
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন দাবি করেছে, তাদের দল সব ধরনের স্বাস্থ্যবিধিই মেনে চলেছে।
এই ম্যাচ পরিত্যক্ত হওয়ার ঘটনার পর পুরো বিশ্বেই নিন্দার ঝড় উঠেছে, বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছে ইংলিশ ক্লাবগুলোও।
অ্যাস্টন ভিলার প্রধান নির্বাহী ক্রিশ্চিয়ান পার্সলো জানিয়েছেন, এই ম্যাচকে ঘিরে ঘটে যাওয়া কাণ্ডকারখানার পর ভবিষ্যতে আন্তর্জাতিক দায়িত্ব পালনের জন্য খেলোয়াড়দের ছাড়ার ব্যাপারে 'বেশ নার্ভাস' অনুভব করবে ক্লাব।
তিনি বলেন, "এটা পুরাদস্তুর বিশৃঙ্খলা। রোববার ব্রাজিলে যা ঘটেছে তা আমার জীবনে দেখা সবচেয়ে অবিশ্বাস্য ঘটনাগুলোর একটি।"
- সূত্র: বিবিসি