আফগানিস্তানকে বিশ্বকাপে দেখতে চান না অজি অধিনায়ক
আফগানিস্তানে এখন তালেবান শাসন। আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানের হাতে চলে যাওয়ার পর দেশটির খেলাধুলা নিয়ে শঙ্কা তৈরি হয়। যদিও জানানো হয়েছিলো, ক্রিকেটের সঙ্গে তাদের কোনো বিরোধ নেয়। তবে সেটা কেবলই পুরুষ ক্রিকেটের বেলায়। মেয়েদের ক্রিকেট খেলার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এ কারণে আফগানিস্তানকে আগামী বিশ্বকাপে দেখতে চান না টিম পেইন।
অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক মনে করেন, দেশের জনসংখ্যার প্রায় অর্ধেকেরে বেশি মানুষকে বঞ্চিত করা একটি দেশের সঙ্গে কোনো দলেরই খেলা উচিত নয়। আফগানিস্তানকে নিয়ে এখনও সিদ্ধান্ত না নেওয়ায় আইসিসির অবস্থান নিয়ে সমালোচনা করেছেন পেইন।
পেইনের দেশ অবশ্য আগেই এ নিয়ে কথা বলেছে। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়ে দিয়েছে, তালেবান সরকার নারী ক্রিকেট চালু না করলে নভেম্বরে অনুষ্ঠেয় আফগানিস্তানের বিপক্ষে টেস্ট তারা খেলবে না। আফগানদের ভিসা দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার ক্রীড়ামন্ত্রী।
এবার পেইন জানালেন, বিশ্বকাপেই আফগানিস্তানের থাকা উচিত নয়। অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক বলেছেন, 'আমার মনে হয় না, আমরা এমন দেশের সঙ্গে সম্পৃক্ত হতে চাই, যারা আক্ষরিক অর্থেই তাদের জনসংখ্যার প্রায় অর্ধেকের সুযোগ ও অধিকার কেড়ে নেয়। এটা দুঃখজনক। এই ধরনের একটি দল কিভাবে আইসিসি অনুমোদিত টুর্নামেন্টে খেলতে পারে, এটা দেখাটা খুব কঠিন হতে যাচ্ছে।'
তিনি আরও বলেন, 'আইসিসির কাছ থেকে এখনও কিছু শুনিনি আমরা। বিমোহিত হয়ে যাওয়ার মতো ব্যাপার এটি, বিশেষ করে টি-টোয়েন্টি বিশ্বকাপের যখন আর মাত্র এক মাসের একটুর ওপরে বাকি। আমি ধারণা করতে পারি, দলগুলো যদি তাদের বিপক্ষে খেলতে না চায় এবং বিভিন্ন দেশের সরকার তাদেরকে ভ্রমণ করতে না দেয়, তাহলে তাদের পক্ষে অসম্ভব বিশ্বকাপে অংশ নেওয়া।'
টেস্ট মর্যাদা পাওয়া প্রতিটি দেশে নারী ক্রিকেট চালু থাকতে হবে এবং নারী দল থাকতে হবে, এটা আইসিসির শর্ত। আফগানিস্তানে ক্ষমতা পরিবর্তনের পর এখনও কোনো পদক্ষেপ নেয়নি আইসিসি। বিবৃতি দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণের কথা জানিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।