চরিত্রের প্রয়োজনে নতুন লুকে চঞ্চল চৌধুরী
জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী সোশ্যাল মিডিয়ায় মাথা ন্যাড়া করা একটি ছবি শেয়ার করেছেন, যা দেখে অনেক ভক্ত অবাক হয়েছেন।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) এই অভিনেতা তার অফিসিয়াল ফেসবুক এবং ইনস্টাগ্রাম প্রোফাইলে মাথা ন্যাড়া করা ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'বলি? না থাক…বলবো না…।'
জানা গেছে, জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা আসন্ন ওয়েব সিরিজ 'বলি'তে অভিনয়ের জন্য মাথা ন্যাড়া করেছেন।
শঙ্খ দাশগুপ্ত পরিচালিত এই ওয়েব সিরিজটি ওটিটি প্ল্যার্টফর্ম 'হইচই'-এ প্রচারিত হবে।
চঞ্চল চৌধুরী জানান, দর্শকদের ভিন্ন উপস্থাপনের জন্য এই নতুন রূপটি গ্রহণ করেছেন।
তিনি বলেন, 'এটি দর্শকদের সম্পূর্ণ ভিন্ন স্বাদ দিতে যাচ্ছে।'
এদিকে, চঞ্চল চৌধুরী অভিনীত অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ওয়েবফিল্ম 'মুন্সিগিরি' প্রচারের অপেক্ষায় রয়েছে। এটি খুব শিগগিরই ওটিটি প্ল্যাটফর্ম চোরকিতে মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।