নির্বাচন প্রত্যাখ্যান করে রোববার বিএনপির হরতাল
ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচনে ফলাফল ঘোষণার সময় নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে হরতালের ডাক দিয়েছে বিএনপি।
দিনভর ভোটগ্রহণ শেষে শনিবার রাতে যখন নির্বাচনের ফলাফল ঘোষণা করা হচ্ছিল তখন রোববার দিনব্যাপী ঢাকা শহরে হরতাল ডেকেছে দলটি।
রাত ৮টার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন, তখন দুই সিটিতেই ভোটের ফলে আওয়ামী লীগের মেয়র প্রার্থীরা এগিয়ে ছিলেন।
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ তিনি বলেন, “আমরা এই নির্বাচনকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি। এর প্রতিবাদে রোববার সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে।”