টেলিস্কোপে সূর্যের তেজোদীপ্ত রূপ
অদম্য, উন্মত্ত সূর্যের উপরিভাগ বা সূর্যপৃষ্ঠ আসলে কেমন, তা এতদিন অজানা ছিল উৎসুক অনেকের কাছে। তাদের সেই তৃষ্ণা মেটানোর চেষ্টা করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের (এনএসএফ) টেলিস্কোপ।
সিএনএনের প্রতিবেদনে জানানো হয়, এনএসএফ ড্যানিয়েল কে. ইনোওয়ি সোলার টেলিস্কোপ নামের একটি দূরবীক্ষণ যন্ত্র বসিয়েছে যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জে। আর তাতেই ধরা পড়েছে সূর্যপৃষ্ঠের সূক্ষ্ম বিশদ রূপ।
ভূপৃষ্ঠভিত্তিক টেলিস্কোপটি নাসার মহাকাশযান পার্কার সোলার প্রোব এবং সংস্থাটির পরিকল্পনাধীন স্যাটেলাইট সোলার অরবিটারের সঙ্গে যৌথভাবে কাজ করবে।
পার্কার সোলার প্রোব বর্তমানে সূর্যকে প্রদক্ষিণ করছে।
এনএসএফের টেলিস্কোপে ধরা পড়া ছবিগুলোতে দেখা যায়, সূর্যকে ঢেকে দেওয়া বস্তু প্লাজমা গলার উপক্রম।
ছবিতে আরও দেখা যায়, যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের সমান কোষগুলো কনভেকশন (বস্তুকণার স্থানান্তরের মাধ্যমে তাপ সঞ্চার) সৃষ্টিতে সাহায্য করছে।
ছবিগুলোর বিষয়ে এনএসএফের পরিচালক ফ্রান্স করডোভা বলেন, "এনএসএফ ভূপৃষ্ঠভিত্তিক টেলিস্কোপ নিয়ে কাজ শুরুর সময় থেকেই আমরা প্রথম দিককার ছবিগুলোর জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করেছি।"
তিনি বলেন, "বর্তমানে আমরা ছবি ও ভিডিওগুলো ছড়িয়ে দিতে পারি, যেগুলো এ পর্যন্ত পাওয়া সূর্যের সবচেয়ে বিস্তারিত প্রতিচ্ছবি।"