পামেলা-পিটার্সের সংসার টিকল ১২ দিন
তিন দশক পর অভিনেত্রী ও মডেল পামেলা অ্যান্ডারসনের সঙ্গে চলচ্চিত্র মোঘল জন পিটার্সের পুরনো সম্পর্ক জোড়া লেগেছিল। সে সম্পর্ককে আরও পোক্ত করতে বিবাহবন্ধনে আবদ্ধও হয়েছিলেন আলোচিত এ দু'জন। কিন্তু তাদের সে বিয়ে টিকল মাত্র ১২ দিন।
গত ২০ জানুয়ারি ৭৪ বছর বয়সী পিটার্সকে বিয়ে করেছিলেন ৫২ বছর বয়সী পামেলা। ৩১ জানুয়ারি পর্যন্ত চলছিল নতুন জীবন।
১ ফেব্রুয়ারি শনিবার তাদের বিচ্ছেদের খবর প্রকাশ করে বিভিন্ন সংবাদমাধ্যম।
দ্য হলিউড রিপোর্টারের (টিএইচআর) প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ম্যালিবুতে অনাড়ম্বরপূর্ণ বিয়ের ১২ দিন পর বিচ্ছেদের সিদ্ধান্ত নেন পামেলা ও পিটার্স।
ওই বিয়েতে উপস্থিত ছিলেন পামেলার দুই ছেলে এবং পিটার্সের তিন মেয়ে ও তার সাবেক স্ত্রী ক্রিস্টিন ফরসিথ-পিটার্স।
পামেলার ঘনিষ্ঠ একটি সূত্র টিএইচআরকে বলেন, বিয়ের পর আইনি কাগজপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেননি তারকা দম্পতি।
বিচ্ছেদ নিয়ে টিএইচআরের কাছে পাঠানো এক বিবৃতিতে পামেলা বলেন, "আমি জনের কাছ থেকে পাওয়া উষ্ণ অভ্যর্থনা ও আমার পুনর্মিলনের ঘটনায় (বিয়েতে) তাড়িত হয়েছিলাম। আপনাদের সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ থাকব; আমরা একান্তে কিছু সময় নিয়েছি যাতে করে আমরা জীবনে এবং একে অপরের কাছে কী চাই, তা পুনর্বিবেচনা করতে পারি।"
তিনি আরও বলেন, "জীবন একটি সফর এবং ভালোবাসা একটি প্রক্রিয়া। এই চিরায়ত সত্যকে মাথায় রেখে আমরা যৌথভাবে বিয়ের সার্টিফিকেটের আনুষ্ঠানিকতা বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং প্রক্রিয়াতে আমাদের বিশ্বাসকে রেখেছি।"
এ বিষয়ে জানতে চাইলে টিএইচআরের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি পিটার্স।