শন কনারির জেমস বন্ড ছিলেন 'মূলত' ধর্ষক: ‘নো টাইম টু ডাই’ পরিচালক
সর্বশেষ জেমস বন্ড চলচ্চিত্র 'নো টাইম টু ডাই' এর পরিচালক ক্যারি ফুকুনাগা ষাটের দশকে শন কনারি অভিনীত জেমস বন্ডকে 'ধর্ষক' হিসেবে আখ্যা দিয়েছেন।
১৯৬৫ সালের জেমস বন্ড মুভি 'থান্ডারবল'-এর দিকে ইঙ্গিত করেছেন ফুকুনাগা।
এই ছবিতে নার্স প্যাট্রিসিয়া ফিয়ারিংকে ধরে জোরপূর্বক চুমু খেয়েছিলেন বন্ড।
পরবর্তীতে ফিয়ারিং বন্ডকে এই ঘটনা কাউকে না জানানোর অনুরোধ করলে বন্ড বলেন, "আমার নীরবতারও কিন্তু দাম আছে।"
জবাবে ভীতসন্ত্রস্ত ফিয়ারিং পিছনে ফিরে বলেন, "আপনি কিসের কথা বলছেন... না, না!" কিন্তু এরপরও বন্ড তাকে ধরে একটি স্টিমরুমে নিয়ে যান এবং বিবস্ত্র করেন।
হলিউড রিপোর্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে ফুকুনাগা বলেন, "এটা কি থান্ডারবল বা গোল্ডফিঙ্গারে ছিল, যেখানে শন কনারির চরিত্র বলতে গেলে একজন নারীকে ধর্ষণ করে।
"মেয়েটি 'না, না, না' বলে যাচ্ছিল, আর সে (বন্ড) বলছিল 'হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ'। আজকের দিনে এসব চলবে না।"
'নো টাইম টু ডাই'-এ ফুকুনাগা নারী চরিত্রগুলোর ক্ষমতায়ন এবং 'সমতা' দেওয়ার ব্যাপারে মনোযোগী ছিলেন বলে জানা গেছে।
জেন্ডার এবং বন্ডের উপর একটি কোর্স পড়ানো উইমেন্স স্টাডিজের এক অধ্যাপকও এই দৃশ্যটিকে 'বিশেষভাবে অস্বস্তিকর' বলে অভিহিত করেছেন।
ড. লিসা ফানেল একটি ব্লগ পোস্টে লিখেন, "জনপ্রিয় সংস্কৃতিতে জেমস বন্ড তার যৌন আবেদন এবং মহিলাদের আকর্ষণ করার ক্ষমতার জন্য পরিচিত"।
"থান্ডারবলের এই দৃশ্যটি বন্ডের পেশাদার এবং ব্যক্তিগত লক্ষ্য অর্জনের জন্য প্রতারণা, ভয়ভীতি এবং যৌন সহিংসতার ব্যবহারকে ভুলে গিয়ে কনারির এই চরিত্রকে "মনে" রাখাটা চ্যালেঞ্জিং বানিয়ে দেয়।"
- সূত্র: ডেইলি মেইল।