ডিসেম্বরেই ৫জি সেবা চালু করবে টেলিটক, বাকি অপারেটরগুলো পারবে আগামী বছর
চলতি বছরের ১২ থেকে ১৬ ডিসেম্বরের মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল অপারেটর টেলিটকের মাধ্যমে ৫জি টেকনোলজির যাত্রা শুরু হবে। পরের বছর বেসরকারি মোবাইল অপারেটররাও এই প্রযুক্তি চালু করবে বলে জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার।
শনিবার (২৫ সেপ্টেম্বর) টেলিকম এবং টেকনোলজি সাংবাদিকদের সংগঠন টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি) আয়োজিত 'ফাইভজি ইকোসিস্টেম ইন বাংলাদেশ অ্যান্ড আপকামিং টেকনোলজিস' শীর্ষক ওয়েবিনারের এ কথা বলেন তিনি।
অনুষ্ঠানে টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাহাব উদ্দিন বলেন, শুরুতে ঢাকা শহরের ২০০টি সাইটে এই প্রযুক্তি চালু করা হবে। এরপর ক্রমান্বয়ে দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যাওয়া হবে ৫জি টেকনোলজি।
বেসরকারি মোবাইল অপারেটররা এই উদ্যোগকে স্বাগত জানান। তবে এই প্রযুক্তি চালুর আগে বেশ কিছু অবকাঠামোগত উন্নয়ন জরুরি বলে উল্লেখ করেন তারা।