আফগান যুবাদের বিপক্ষে বাংলাদেশের আরেকটি হার
প্রথম তিন ওয়ানডে দিয়েই পাঁচ ম্যাচের সিরিজ জিতে নিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। এরপর যে আফগানিস্তান যুবাদের বিপক্ষে হার শুরু হয়েছে, সেটা থামেনি। শেষ দুই ওয়ানডেতে হারের পর একমাত্র চারদিনের ম্যাচেও আফগানদের বিপক্ষে হেরে গেছে বাংলাদেশ।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত একমাত্র চারদিনের ম্যাচে বাংলাদেশকে ৩ উইকেট হারিয়েছে আফগান যুবারা। এই ম্যাচটি দিয়ে বাংলাদেশ সফর শেষ হলো আফগান যুবাদের। ঢাকা ফিরে ২৭ সেপ্টেম্বর দেশের উদ্দেশে রওনা হবে সফরকারী দলটি।
টস জিতে আগে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের যুবারা প্রথম ইনিংসে খুব একটা সুবিধা করতে পারেনি। ১৬২ রানে গুটিয়ে যায় ঘরের মাঠের দলটির ইনিংস। জবাবে ২৮১ রান তোলে আফগান যুবারা।
প্রথম ইনিংসেই ১১৯ রানের লিড পায় আফগানিস্তান। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ২২৮ রান তুললে আফগানদের লক্ষ্য দাঁড়ায় ১১০ রান। যে লক্ষ্য ৭ উইকেটে পেরিয়ে যায় তারা। মূলত প্রথম ইনিংসে পিছিয়ে পড়াই কাল হয়েছে, যা সামলে ওঠা হয়নি বাংলাদেশ যুবাদের।
৪ উইকেটে ১৭০ রান নিয়ে চতুর্থ ও শেষ দিন শুরু করে বাংলাদেশ। কিন্তু ৫৮ রান যোগ করতেই বাকি ছয় উইকেট শেষ। ১১০ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই বাংলাদেশের বোলাররা চেপে ধরেছিল। নিয়মিত বিরতিতে উইকেট হারালেও একপ্রান্ত আগলে রাখেন আফগান ওপেনার বিলাল সাঈদী।
আগের ইনিংসে সেঞ্চুরি করা সাঈদী ১০৮ বলে ১০টি চারে ৫৪ রানের ইনিংস খেলেন। তার হাফ সেঞ্চুরিতেই জয় নিশ্চিত হয় আফগান যুবাদের। এ ছাড়া ইশাক জাজাই ১৫, জাহিদুল্লাহ সালিমি ১৩ ও কামরান হটাক অপরাজিত ২০ রান করেন। বাংলাদেশের রিপন মন্ডল, মুশফিক হাসান ও আইচ মোল্লা ২টি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ প্রথম ইনিংস: ১৬২
আফগানিস্তান প্রথম ইনিংস: ২৮১
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ৮৭.২ ওভারে ২২৮/১০ (প্রান্তিক নওরোজ ৭৬, খালিদ হাসান ২০, আইচ মোল্লা ৪০, আশরাফুল ইসলাম ১৯, এসএম মেহরব ৩০, তাহজিবুল ইসলাম ২০; বিলাল সামি ৩/৪০, ইজহারুল হক নাভিদ ৪/৮৪)।
আফগানিস্তান দ্বিতীয় ইনিংস: লক্ষ্য ১১০, ৪৩.২ ওভারে ১১৩/৭ (বিলাল সাইদী ৫৪, ইশাক জাজাই ১৫, জাহিদুল্লাহ সালিমি ১৩. কামরান হটাক ২০*; রিপন মন্ডল ২/৩৪, মুশফিক হাসান ২/২৬, আইচ মোল্লা ২/৩২।
ফল: আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল ৩ উইকেট জয়ী।