মুস্তাফিজের দারুণ বোলিংও কাজে এলো না, বিপাকে রাজস্থান
রাজস্থান রয়্যালসের দেওয়া মাঝারি লক্ষ্যে দাপুটে শুরু করলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দলের দুঃসময়ে কাণ্ডারি হয়ে হাজির হওয়া মুস্তাফিজুর রহমান বেঙ্গালুরুর উদ্বোধনী জুটি ভেঙে টেনে ধরলেন রানের চাকা। বিরাট কোহলি রান হয়ে ফিরলেও শ্রীকর ভারত দলকে জয়ের পথেই এগিয়ে নিয়ে যেতে থাকেন। ১৭তম ওভারে শ্রীকরকেও ফিরিয়ে ছুটে যাওয়া ম্যাচে আশা বাঁচিয়ে রাখেন বাংলাদেশের এই পেসার। কিন্তু পরের ওভারে ক্রিস মরিসের ওপর ঝড় বইয়ে ২২ রান তুলে নেন গ্লেন ম্যাক্সওয়েল। তাতেই সব শেষ, রাজস্থানের নামের পাশে যোগ হয়ে যায় আরেকটি হার।
আইপিএলে বুধবার দুবাইতে বেঙ্গালুরুর বিপক্ষে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে গেছে মুস্তাফিজের দল রাজস্থান। প্লে-অফে ওঠার পথ আগেই কঠিন করে ফেলা রাজস্থানের পথ আরও কঠিন হলো। ১১ ম্যাচে ৪টি জয়ে ৮ পয়েন্ট নিয়ে তালিকার সাত নম্বরে আছে তারা। বাকি তিন ম্যাচের একটি হারলেই বিদায় নিশ্চিত হয়ে যেতে পারে সঞ্জু স্যামসনের দলের।
টস হেরে আগে ব্যাটিং করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি রাজস্থান। এভিন লুইস, যশবি জয়সওয়াল ও স্যামসনের ব্যাটে ৯ উইকেটে ১৪৯ রান তোলে তারা। জবাবে দারুণ শুরুর পর শ্রীকরের ব্যাটে জয়ের পথেই থাকে বেঙ্গালুরু। এরপর ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ১৭ বল আগেই দলের জয় নিশ্চিত করেন গ্লেন ম্যাক্সওয়েল। মুস্তাফিজ ৩ ওভারে ২০ রান খরচায় ২ উইকেট ও উড়ন্ত বলাকার মতো ঝাঁপিয়ে একটি ছক্কা বাঁচালেও তা রাজস্থানের বিশেষ কাজে আসেনি।
জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে বেঙ্গালুরুকে উড়ন্ত সূচনা এনে দেন বিরাট কোহলি ও দেবদূত পাডিকাল। ৫.১ ওভারে ৪৮ রান যোগ করেন তারা। ইনিংসের ষষ্ঠ ওভার ও নিজের দ্বিতীয় ওভারে ২২ রান করা দেবদূতকে ফিরিয়ে এই জুটি ভাঙেন মুস্তাফিজ। কিছুক্ষণ পর ২৫ রান করে কোহলি রান আউট হলে ম্যাচে ফেরে রাজস্থান।
যদিও শ্রীকর ও ম্যাক্সওয়েল দ্রুতই চাপ কাটিয়ে তুলে দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে যেতে থাকেন। এর মাঝে ৮.৫ ওভারে কার্তিক ত্যাগীর বলে ম্যাক্সওয়েলের মারা একটি শট ঝাঁপিয়ে ফেরান মুস্তাফিজ। অজি ব্যাটসম্যানের ক্যাচ না নিতে পারলেও ৫ রান বাঁচান বাংলাদেশের এই পেসার। এই জুটিতে বেঙ্গালুরু যখন একেবারেই নির্ভার, ১৬তম ওভারে গিয়ে মুস্তাফিজ ফিরিয়ে দেন ৪৪ রান করা শ্রীকরকে। এই ওভারে তার খরচা মাত্র ৪ রান।
কিছুটা আশার আলো দেখতে পায় রাজস্থান। শেষ চার ওভারে বেঙ্গালুরুর প্রয়োজন দাঁড়ায় ২৩ রান। কিন্তু ক্রিস মরিসের করা ১৭তম ওভারে সব হিসেব চুকিয়ে দেন ৩০ বলে ৬টি চার ও একটি ছক্কায় অপরাজিত ৫০ রান করা ম্যাক্সওয়েল। এই ওভারে তিনটি চার, একটি ছক্কা ও দুটি ডাবলসে ২২ রান তুলে স্কোর সমান করে ফেলেন অজি মারকুটে এই ব্যাটসম্যান। পরের ওভারের প্রথম বলেই চার মেরে খেলা শেষ করেন এবি ডি ভিলিয়ার্স।
এর আগে ব্যাটিং করা রাজস্থানের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেন ক্যারিবীয় ওপেনার এভিন লুইস। এ ছাড়া যশবি জওসওয়াল ৩১, স্যামসন ১৯ ও ক্রিস মরিস ১৪ রান করেন। রাজস্থানের আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। ম্যাচ সেরা যুজবেন্দ্র চাহাল ১৮ রান খরচায় ২টি উইকেট নেন। হার্শাল প্যাটেল ৩টি ও শাহবাজ আহমেদ ২টি উইকেট পান।