জবি ছাত্রী হলে সিট বরাদ্দের আবেদন শুরু
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হলের সিট বরাদ্দের জন্য আজ শুক্রবার থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। অনলাইনে এ আবেদন করতেন পারবেন ছাত্রীরা।
জবির একমাত্র এই আবাসিক হল বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হল। এই হলে ৬২৪ জন ছাত্রীর আসন ব্যবস্থা রয়েছে। ১৬ তলাবিশিষ্ট এই ভবনটিতে ছাত্রীদের জন্য মোট ১৫৬টি কক্ষ, ১টি পাঠাগার, ১টি ক্যান্টিন, ১টি ডাইনিং, প্রতি তলায় ৭টি করে শৌচাগার, ৯টি গোসলখানা ও ৪টি লিফট আছে। প্রতি কক্ষে চারজন ছাত্রীর থাকার ব্যবস্থা রয়েছে।
হলের প্রভোস্ট ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শামীমা বেগম জানান, সিট বরাদ্দের প্রক্রিয়া চলতি মাসের মধ্যে সম্পন্ন হবে। আসন বরাদ্দের ক্ষেত্রে দরিদ্র, মেধাবী, জ্যেষ্ঠতা ও ঢাকার বাইরে থেকে আসা শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবেন বলে জানান তিনি।
এছাড়াও প্রতিবন্ধী, সাংস্কৃতিক ও খেলাধুলায় বিশেষ কৃতিত্ব অর্জনকারীদের জন্য কোটা আছে।
প্রভোস্ট শামীমা বেগম জানা, বিশ্ববিদ্যালয়ে সশরীর ক্লাস শুরু হলে ছাত্রীরা সরাসরি হলে উঠেই ক্লাসে অংশ নিতে পারবেন।