খরুচে বোলিংয়ে মুস্তাফিজের অস্বস্তির রেকর্ড
চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ভালো সময়ই যাচ্ছিল মুস্তাফিজুর রহমানের। রাজস্থান রয়্যালসের বোলিং আক্রমণের প্রধান অস্ত্র হিসেবে নিজেকে প্রমাণ করা বাংলাদেশের বাঁহাতি এই পেসার প্রায় প্রতি ম্যাচেই আলো ছড়িয়ে আসছিলেন। কিন্তু শনিবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে নিজের ছায়া হয়ে থাকলেন তিনি। খরুচে বোলিংয়ে অস্বস্তির রেকর্ডে উঠলো তার নাম।
রুতুরাজ গায়কোয়াড়ের সেঞ্চুরিতে চেন্নাই এদিন ৪ উইকেটে ১৮৯ রান তুলেছে। এই ইনিংসে মুস্তাফিজের ওপর দিয়ে রীতিমতো ঝড় গেছে। বাঁহাতি এই পেসার ৪ ওভারে ৫১ রান দিয়ে উইকেটশূন্য থেকে গেছেন। এবারের আইপিএলে এটাই তার সবচেয়ে খরুচে বোলিং।
কেবল এই আসরেই নয়, আইপিএলের ইতিহাসে এটা মুস্তাফিজর দ্বিতীয় সর্বোচ্চ খরুচে বোলিং। আইপিএল ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ৫০ এর বেশি রান খরচা করলেন কাটার মাস্টার হিসেবে পরিচিত বাংলাদেশ এই পেসার। আইপিএলে মুস্তাফিজের সবচেয়ে খরুচে বোলিং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে। ২০১৮ সালে মুস্বাইয়ের হয়ে বেঙ্গালুরুর বিপক্ষে ৪ ওভারে ৫৫ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন তিনি।
টি-টোয়েন্টিতে ওটাই মুস্তাফিজের সবচেয়ে খরুচে বোলিং। শনিবারের বোলিং ফিগারটি উঠলো দুই নম্বরে। বাংলাদেশের জার্সিতে মুস্তাফিজের সর্বোচ্চ খরচা ৫০ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুবার ৫০ করে রান দিয়েছেন তিনি।
চেন্নাইয়ের বিপক্ষে শুরুটা অবশ্য মন্দ ছিল না মুস্তাফিজের। ইনিংসের চতুর্থ ওভারে প্রথম বোলিংয়ে আসেন তিনি। নিজের প্রথম ওভারে মাত্র ৫ রান খরচা করেন তিনি। কিন্তু ওভারে তার খরচা ১০ রান। তৃতীয় ওভারে গিয়ে সেটা আরও বেড়ে যায়। ইনিংসের ১৮তম ওভারে মুস্তাফিজ দেন ১৪ রান। শেষ ওভারে গিয়ে ঝড়ের কবলে পড়তে হয় তাকে। তার এই ওভার থেকে ২১ রান তোলেন রবীন্দ্র জাদেজা ও গায়কোয়াড়, সঙ্গে একটি ওয়াইড দেন তিনি।