প্রথা ভাঙলেন ভারতীয় কনে
বিয়ের শাড়ি পরে লাজুক ভাব নিয়ে থাকবেন কনে। তাকে ধরে মঞ্চে ওঠাবেন স্বজন ও পরিচিতরা। ভারতের বেশিরভাগ বিয়েতে এমনটাই দীর্ঘদিনের রীতি।
তবে সেই রীতি ভেঙে বর ও উপস্থিত লোকজনকে চমকে দিয়েছেন দেশটির কেরালা রাজ্যের এক কনে। পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের নজরও কেড়েছেন তিনি।
এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, বিয়েতে সঙ্গে আসা অন্যদের নিয়ে কনের নাচের একটি ভিডিও এরই মধ্যে ভাইরাল হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম মনোরামা অনলাইন জানিয়েছে, ওই কনের নাম অঞ্জলি। তার বরের নাম বরুন।
ভিডিওতে দেখা যায়, লাল শাড়ি পরা অঞ্জলি মালাইয়িরু গানের সঙ্গে নাচছেন, যা দেখছেন উপস্থিত লোকজন।
মনোরামার প্রতিবেদনে জানানো হয়, অঞ্জলির নাচের ভিডিওটি কান্নুরের সিআর মিলনায়তনে ধারণ করা হয়। এটি প্রথম প্রকাশিত হয় ফেসবুকে, যা ৭৭ হাজার বার দেখা হয়।
ফেসবুকের পর ভিডিওটি টুইটার, ইউটিউবেও ছড়িয়ে পড়ে। এর মধ্যে টুইটারে ভিডিওটি এক লাখেরও বেশি বার দেখা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমটিতে অনেকে যেমন কনের নাচ পছন্দ করেছেন, তেমনি এর বিরোধিতাও করেছেন কেউ কেউ।