‘ধুম-৪’-এর খলনায়ক অক্ষয় কুমার!
বলিউডের অ্যাকশন থ্রিলার ফিল্ম সিরিজ ‘ধুম’-এর চতুর্থ কিস্তিতে কে হবেন প্রধান খলনায়ক? এ নিয়ে জল্পনা-কল্পনা চলছে খুব। কেননা এটিই ‘ধুম’-এর কেন্দ্রীয় চরিত্র। আগের তিনটি চলচ্চিত্রে চরিত্রটিতে একে একে অভিনয় করেছিলেন জন আব্রাহাম, হৃত্বিক রোশন ও আমির খান। এবার অক্ষয়ের পাশাপাশি জোরসে নাম শোনা যাচ্ছিল সালমান খান ও রণবীর সিংয়ের।
বলিউড বিশ্লেষক অতুল মোহন এক টুইট বার্তায় জানিয়েছেন, অক্ষয়ই হতে যাচ্ছেন ‘ধুম-৪’-এর ‘মন্দ-মানুষ’ বা অ্যান্টাগোনিস্ট। বিশ্বস্ত সূত্র খবরটি নিশ্চিত করেছে বলে দাবি অতুলের। এখন শুধু অক্ষয় ও ‘ধুম’ কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। খবর ইন্ডিয়া টুডে ও ফিল্মফেয়ারের।
অ্যাকশন সিনেমায় অভিনয়ের জন্য সুখ্যাতি আছে ৫২ বছর বয়সী অক্ষয়ের। এজন্য তাকে অনেকেই ‘খিলাড়ি কুমার’ বলেও ডাকে। ইয়াশ রাজ ফিল্মসের তুমুল জনপ্রিয় এই ‘ধুম’ সিরিজে এবার দুষ্টু-মিষ্টি ও একইসঙ্গে দুর্ধর্ষ খলনায়কের ভূমিকায় তাকে দেখতে পাওয়া যাবে, এমন খবরে বলিউড পাড়া বেশ সরগরম।
এই সিরিজের প্রথম চলচ্চিত্র, ২০০৪ সালের ‘ধুম’-এ জন আব্রাহামের পাশাপাশি অভিনয় করেছিলেন অভিষেক বচ্চন, উদয় চোপড়া, এষা দেওল ও রিমি সেন। ২০০৬ সালের ‘ধুম-২’তে ছিলেন হৃত্বিক রোশন, ঐশ্বরিয়া রাই, বিপাশা বসু, অভিষেক বচ্চন ও উদয় চোপড়া। সাফল্যের ধারাবাহিকতায় ‘ধুম-৩’ মুক্তি পায় ২০১৩ সালে। সেখানে ক্যাটরিনা কাইফের বিপরীতে দ্বৈত চরিত্রে অভিনয়ের জাদু দেখিয়েছেন আমির খান।
অক্ষয় এখন ব্যস্ত ইয়াশ রাজ ফিল্মসের ‘পৃথ্বিরাজ চৌহান’ চলচ্চিত্রের শুটিংয়ে। একই প্রযোজনা সংস্থার ‘ধুম-৪’-এ তার দেখা পাওয়ার খবরটি তাই অনেকেই বিশ্বাস করছেন। যদিও এই চরিত্রে তার অভিনয়ের খবর এবারই প্রথম নয়, বরং গত বছরের অক্টোবরেও শোনা গিয়েছিল। কিন্তু খবরটিকে সেবার ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছিল ইয়াশ রাজ ফিল্মস।
আরও জানা গেছে, ‘ধুম’ সিরিজের আগের তিনটি চলচ্চিত্রেই অভিষেক বচ্চন ও উদয় চোপড়া অভিনয় করলেও এবার তাদের দেখা যাবে না। নায়িকা চরিত্রে সাবেক বিশ্বসুন্দরী মানুষি ছিল্লারের অভিনয় করার কথাও শোনা যাচ্ছে।