সাকিব স্তুতিতে কলকাতা অধিনায়ক
আইপিএলের সংযুক্ত আরব আমিরাত পর্বে দর্শক হয়েই সময় কাটাতে হচ্ছিল সাকিব আল হাসানকে। তাকে ছাড়াই একাদশ সাজিয়ে আসছিল কলকাতা নাইট রাইডার্স। অবশেষে শনিবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ অলরাউন্ডারকে একাদশে নেয় আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটি। ফেরার ম্যাচটি দারুণ গেছে সাকিবের, বল হাতে আলো ছড়িয়েছেন অভিজ্ঞ বাঁহাতি এই স্পিনার।
৪ ওভারে ২০ রান খরচায় একটি উইকেট নেন সাকিব। নিজের প্রথম ওভারে দারুণ এক থ্রোতে হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসনকেও ফিরিয়ে দেন তিনি। নিজের দ্বিতীয় ওভারে ফিরতি ক্যাচটি নিতে পারলে আরেকটি উইকেট উঠতে পারতো তার ঝুলিতে। তবে সাকিব যা করেছেন, তাতে সন্তুষ্ট কলকাতার অধিনায়ক ইয়ন মরগান।
বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারকে প্রশংসায় ভাসিয়েছেন মরগান। সাকিবের মতো ক্রিকেটারকে ম্যাচের পর বসিয়ে রাখা বিলাসিতা বলেও মনে করেন ইংলিশ এই ক্রিকেটার।
ম্যাচ শেষে মরগান বলেন, 'শুভমান দারুণ খেলেছে। আর সাকিব যা করেছে, সেটা অনেক বড় কিছু! আমাদের দলের শক্তি আর গভীরতা এমন যে, ওর মতো অভিজ্ঞ একজনকেও এভাবে এত দিন পর ডাকার মতো বিলাসিতা আমরা দেখাতে পারছি। আজ কী দারুণভাবে ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছে সে।'
৯ ম্যাচ পর কলকাতার একাদশে ফেরা সাকিব ব্যাটিংয়ের সুযোগ পাননি। এর আগেই দলের জয় নিশ্চিত হয়ে যায়। ১৩ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে প্লে-অফে ওঠার দৌড়ে টিকে রইলো কলকাতা, পয়েন্ট তালিকার ৪ নম্বরে আছে বলিউড তারকা শাহরুখ খানের মালিকানাধীন দলটি।