‘দ্য কিং ইজ ব্যাক’- ধোনিকে নিয়ে কোহলি
সর্বকালের সেরা অধিনায়কের আলোচনায় অবধারিতভাবেই মহেন্দ্র সিং ধোনির নাম থাকে। আর সেরা ফিনিশার? এই আলোচনাতেও ধোনির নামটি বড় করে। ভারতের সাবেক এই অধিনায়ক তার সেরা সময়ে ভারতকে অনেক ম্যাচ জিতিয়েছেন, ছিলেন দলের সেরা ফিনিশার। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে রোববার সেরা সময়ের কথাই মনে করিয়ে দিয়েছেন ধোনি। তার এমন ব্যাটিং দেখে বিরাট কোহলি বললেন, 'দ্য কিং ইজ ব্যাক'।
প্রথম কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয় চেন্নাই। ফাইনালের টিকেট কাটতে শেষ ওভারে তাদের প্রয়োজন ছিল ১৩ রান। শেষ ওভারের প্রথম বলেই মঈন আলীকে ফিরিয়ে দেন দিল্লির পেসার টম কারান। পথ আরও কঠিন হয়, ৫ বলে ১৩। নিজের করা শেষ ওভারের শেষ বলেও উইকেট থাকায় হ্যাটট্রিকের সম্ভাবনা জাগে কারানের। কিন্তু উইকেটে ধোনি থাকলে সেই সম্ভাবনা মিলিয়ে যেত কতক্ষণ!
কারানের হ্যাটট্রিক বলে চার মেরে ধোনির গর্জন, 'এখনও বুড়িয়ে যাইনি।' পরের দুই বলেই মেলে সেটার প্রমাণ। টানা দুই চার মেরে দুই বল হাতে রেখেই চেন্নাই অধিনায়ক ছিনিয়ে নেন জয়, মনে করিয়ে দেন তার সেরা সময়ের সেই 'ফিনিশার'- এর কথা। দলকে ফাইনালে তোলার ম্যাচে ১২ বলে ১৬ রানে অপরাজিত থাকেন ভারতের ইতিহাসের অন্যতম সেরা এই অধিনায়ক।
অগ্রজের এমন ব্যাটিং দেখে রোমাঞ্চিত কোহলি। ম্যাচের পরই ধোনিকে নিয়ে টুইট করেন ভারত ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক। টুইটে তিনি লেখেন, 'অ্যান্ড দ্য কিং ইজ ব্যাক। খেলাটির সর্বকালের সেরা ফিনিশার। আজ রাতে আবারও আমাকে চেয়ার থেকে লাফিয়ে উঠতে বাধ্য করেছেন।'
টস হেরে আগে ব্যাটিং করতে নেমে পৃথ্বী শ, অধিনায়ক ঋষভ পন্ত ও শিমরন হেটমেয়ারের ব্যাটে ৫ উইকেটে ১৭২ রান তোলে দিল্লি। জবাবে ম্যাচসেরা রুতুরাজ গায়কোয়াদ ও রবিন উথাপ্পার ব্যাটে অনেকটা পথ পাড়ি দেওয়া চেন্নাইকে জয়ের বন্দরে পৌঁছে দেন ধোনি।