এলিমিনেটর ম্যাচে বেঙ্গালুরুর মুখোমুখি কলকাতা, খেলছেন সাকিব
আইপিএলের ফাইনালে ওঠার প্রথম ধাপে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে মাঠে নামছে আইপিএলের দুইবারের চ্যাম্পিয়ন।
শিরোপার দৌড়ে টিকে থাকতে বাঁচা-মরার এই ম্যাচে টস ভাগ্য বিপক্ষে গেছে কলকাতার। টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি। শারজাহতে রাত ৮টায় ম্যাচটি শুরু হবে।
এই ম্যাচ জিতলেই ফাইনালের টিকেট মিলবে না কলকাতা-বেঙ্গালুরুর। এলিমিনেটর জেতা দলকে খেলতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার।
প্রথম কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে ফাইনালে উঠেছে মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংস। দ্বিতীয় কোয়ালিফায়ারে আগামী ১৩ অক্টোবর দিল্লির মুখোমুখি হবে এই ম্যাচের জয়ী দল।
কলকাতা নাইট রাইডার্স একাদশ: ভেঙ্কটেশ আইয়ার, শুভমান গিল, রাহুল ত্রিপাঠি, নীতিশ রানা, ইয়ন মরগান (অধিনায়ক), দীনেশ কার্তিক, সাকিব আল হাসান, সুনীল নারাইন, শিবম মাভি, লকি ফার্গুসন ও বরুণ চক্রবর্তী।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু একাদশ: বিরাট কোহলি (অধিনায়ক), দেবদত্ত পাডিকাল, কেএস ভারত, গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডি ভিলিয়ার্স, শাহবাজ আহমেদ, ড্যান ক্রিশ্চিয়ান, জর্জ গার্টন, হার্শাল প্যাটেল, যুজবেন্দ্র চাহাল ও মোহাম্মদ সিরাজ।