অবৈধ সম্পদ মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের ৮ বছরের কারাদণ্ড
অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিএনপি-জামায়াত জোট সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে আট বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক মো. শহিদুল ইসলাম এ রায় দেন।
এর আগে, গত ৪ অক্টোবর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায় ঘোষণার দিন ধার্য করেন।
২০০৮ সালের ১৩ জানুয়ারি দুর্নীতি দমন কমিশন অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে রমনা মডেল পুলিশ স্টেশনে মামলাটি দায়ের করে। বাবরের বিরুদ্ধে ৭ কোটি ৫ লাখ ৯১ হাজার ৮৯৬ টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার অভিযোগে মামলাটি করা হয়।
২০০৮ সালের ১৬ জুলাই দুদকের উপসহকারী পরিচালক রূপক কুমার সাহা আদালতে চার্জশিট দাখিল করেন। চার্জশিটে
২০০৭ সালের ২৮ মে তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হন বাবর।
২০০৭ সালের ৩০ অক্টোবর অস্ত্র মামলায় তাকে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
এর আগে ১০ ট্রাক অস্ত্র আটক ও ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে বাবরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
২০১৮ সালে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় বাবরসহ ১৯ জন আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।